স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিকেল অফিসার ডাঃ এমএ কাফী সার্জারীতে (এফসিপিএস) ডিগ্রি অর্জন করেছেন।
ডাক্তার এমএ কাফী ইতিপূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (সাবেক পিজি হাসপাতাল), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে কর্মরত ছিলেন। সরকারী চাকুরীতে তিনি খুলনা, আধুনিক সদর হাসপাতাল নাটোর এবং সিভিল সার্জন অফিস নাটোরে কর্মরত অবস্থায় চিকিৎসার পাশাপাশি প্রশাসনিক কাজ, বিআরটিএ, পুলিশ লাইন নিয়োগ, মোবাইল কোর্টসহ সরকারী অনেক কাজ দায়িত্বের সাথে পালন করেছেন।
ডাক্তার কাফীর স্ত্রী ডাঃ শামীমা শিরিন লুবনা বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) হিসাবে কর্মরত আছেন। ডাঃ কাফী এফসিপিএস ডিগ্রি অর্জন করায় কালীগঞ্জের সর্বস্তরের মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এলাকাবাসী ডাঃ কাফীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনার পাশাপাশি কালীগঞ্জবাসীর স্বাস্থ্য সেবায় নিঃস্বার্থভাবে বিশেষ দায়িত্ব পালন এবং স্বাস্থ্য সেবাসহ সমাজ কল্যাণমূলক সকল কার্যক্রম বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলেও আশা প্রকাশ করেছেন।