যশোর প্রতিনিধি: কোনো ধরনের লোভ-লালসা বা হীন স্বার্থ চরিতার্থের মনোবৃত্তি যেন ছাত্ররাজনীতিকে কলুষিত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘বাংলাদেশের ছাত্রসমাজের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। সেই গৌরবময় ঐতিহ্যকে ধারণ করে শিক্ষার্থীরা জাতি গঠনে অবদান রাখবে বলে জাতি প্রত্যাশা করে। দেশ ও জাতির কল্যাণই হবে ছাত্ররাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।’
বৃহস্পতিবার বিকেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আরও বলেন, ‘বর্তমান সরকারের সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গী ও জনবান্ধব কার্যক্রমের ফলে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, নারীর ক্ষমতায়ন, বিদুৎ, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নতি হয়েছে। দারিদ্রের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
বিশ্বশান্তি প্রতিষ্ঠাসহ আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অর্জন সারা বিশ্বে প্রসংশিত। আমাদের লক্ষ্য এখন জাতিসংঘ-ঘোষিত ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন। ছাত্র ছাত্রীদের সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে শিক্ষকদের গবেষণালব্ধ জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, দেশ ও জনগণের কাছে আমরা প্রত্যেকেই দায়বদ্ধ। পাবলিক শিক্ষার পরিবেশ ও সুনাম বজায় রাখার দায়িত্ব আমাদের সবার।’
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার।
সমাবর্তনে স্নাতকের ৫৪০ জন এবং স্নাতকোত্তর পর্যায়ের ৬৪ জনসহ ৬০৪ জনকে সনদ দেওয়া হয়। তাদের মধ্যে পাঁচজনকে চ্যান্সেলর স্বর্ণ পদক, পাঁচজনকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক ও ছয়জনকে ডিন পদক দেওয়া হয়।
সমাবর্তন বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. এ কে আজাদ চৌধুরী বলেন, ‘শিক্ষা জাতির মেরুদন্ড- আমাদের দেশে এ স্লোগানটির যথাযথ উপলব্ধি ছিল না। বর্তমান গণতান্ত্রিক সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্লোগানটি জাতীয়ভাবে গ্রহণ করেছে।