13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কপালে টিপ পরা নিয়ে লাঞ্চিতের অভিযোগে পুলিশ কনস্টেবল বরখাস্ত

নিউজ ডেস্ক
April 4, 2022 7:06 pm
Link Copied!

কপালে টিপ পরা নিয়ে কলেজ শিক্ষিকাকে লাঞ্চিতের অভিযোগে পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার (০৪ এপ্রিল) বিকেল ৫টায় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের এক শিক্ষিকা শনিবার অভিযোগ করেন, তেজগাঁও এলাকায় পুলিশের ইউনিফর্ম পরিহিত এক ব্যক্তি তাকে উত্ত্যক্ত করেছেন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি নিয়ে তদন্তে নামে পুলিশ।

কলেজ শিক্ষিকার অভিযোগ-শনিবার সকাল ৮টা ২০ মিনিট থেকে সাড়ে ৮টার মধ্যে রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে হেঁটে কলেজে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী,লম্বা দাড়িওয়ালা একজন ‘টিপ পরছোস কেন’ বলেই বাজে গালি দেন আমাকে কটূক্তি করেন। পেছনে ফিরে ঘটনার প্রতিবাদ করায় তিনি আরও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে পুলিশের পোশাক পরা ওই ব্যক্তি আমার গায়ের ওপর মোটরসাইকেল চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। তিনি পিছিয়ে গেলেও তার পায়ে আঘাত লাগে। বাইকটির নম্বর ১৩৩৯৭০ হতে পারে বলে অভিযোগে উল্লেখ করেন।

অভিযুক্ত কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তদন্তের স্বার্থে নাকি তদন্তে দোষী হওয়ার কারণে—জানতে চাইলে তিনি বলেন, সংবাদমাধ্যমে খবরটি যেভাবে আসছে, তাতে পুলিশের তদন্ত নিয়ে শতভাগ বিশ্বাসযোগ্যতা যাতে থাকে এবং গাফিলতির অভিযোগ না ওঠে সেজন্য ওই অভিযুক্ত কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার সঠিক তদন্তে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

http://www.anandalokfoundation.com/