× Banner
সর্বশেষ
বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

এয়ারটেল নিয়ে এলো সায়মান বিচ রিসোর্ট এ স্পেশাল ডিসকাউনট

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এবং সায়মান বিচ রিসোর্টের মধ্যে বনানীর তাজওয়ার সেন্টারে একটি কর্পোরেট চুক্তি  হয়েছে।

চুক্তি অনুযায়ী এয়ারটেল ফেভারিটস এবং এয়ারটেল কর্মকর্তারা সায়মান বিচ রিসোর্টে আকর্ষনীয় ডিস্কাউন্ট পাবেন। সায়মান বিচ রিসোর্ট কক্সবাজারের সাগরের তীরবর্তী একটি পাঁচ তারকা মানের হোটেল। সাগরমুখী এই অত্যাধুনিক হোটেলটি কলাতলী বিচের মেরিন ড্রাইভে অবস্থিত।

২২৮টি রুম সমৃদ্ধ এই বিচ হোটেলটিতে আছে ১৬ টি প্যানোরমা ওশান সুইট যা দিবে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে বঙ্গোপসাগর দেখার সুবিধা। এ ছাড়াও এতে আছে ৩৬ টি সি-ভিউ ডিলাক্স সুইট, ১৭৬ টি সি-ভিউ ও হিল-ভিউ রুম। এই সমস্ত রুম গুলিতে থাকছে আকর্ষণীয় এলসিডি টিভি, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং, সেন্ট্রাল ওয়াটার হিটিং সিস্টেম ও রুম কন্ট্রোলারএর মত অত্যাধুনিক সুবিধা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এর চিফ হিউম্যান রিসোর্স অফিসার মারিয়া হক, হেড – এইচ আর অপারেশন আসিফ আহমেদ ও ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন মোসাদ্দেক হোসেন খান এবং সায়মান বিচ রিসোর্ট এর এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং মাহবুব হোসেন, এক্সিকিউটিভ সেলস এন্ড রিজার্ভেশন মনজুর হোসাইন এবং হেড অব সেলস এন্ড মার্কেটিং ইমরান হুমায়ুন খান।
ফটো ক্যাপশন:
বাম হতে ডানে:
সায়মান বিচ রিসোর্ট এর এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং মাহবুব হোসেন, এক্সিকিউটিভ সেলস এন্ড রিজার্ভেশন মনজুর হোসাইন এবং হেড অব সেলস এন্ড মার্কেটিং ইমরান হুমায়ুন খান এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এর চিফ হিউম্যান রিসোর্স অফিসার মারিয়া হক, হেড – এইচ আর অপারেশন আসিফ আহমেদ ও ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন মোসাদ্দেক হোসেন খান।

এয়ারটেল বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের অন্যতম দ্রুততম অগ্রনী মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বিশ্বের অন্যতম বৃহৎ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল এর অঙ্গসংগঠন। প্রতিষ্ঠানটি বিভিন্ন অভিনব মোবাইল সেবা প্রদান করে থাকে যার মধ্যে রয়েছে ভয়েস, ভ্যালু অ্যাডেড সার্ভিস, ডাটা ও এম কমার্স সেবা। এছাড়াও প্রতিষ্ঠানটি ব্যাপ্তি এবং ধারন ক্ষমতার জন্য এর অত্যাধুনিক মোবাইল নেটওয়ার্ক উন্নয়নে বদ্ধপরিকর।

বিশ্বের অন্যতম প্রধান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল এর এশিয়া ও আফ্রিকা জুড়ে ২০ টি দেশে কার্যক্রম রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ভারতের নয়া দিল্লীতে অবস্থিত এবং গ্রাহক সংখ্যার ভিত্তিতে সমগ্র বিশ্বের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর প্রথম ৩টির মধ্যে এর অবস্থান।

ভারতে এর সেবা সমূহের মধ্যে টুজি, থ্রিজি এবং ফোরজি সেবার পাশাপাশি রয়েছে মোবাইল বানিজ্য সেবা, ফিক্স্ড লাইন সার্ভিস, দ্রুত গতির ডিএসএল ব্রডব্যান্ড, আইপিটিভি, ডিটিএইচ, জাতীয় এবং আন্তর্জাতিক ক্যারিয়ার পর্যায়ে লং ডিস্টেন্স এন্টারপ্রাইজ সার্ভিসেস প্রভৃতি। বিশ্বের অন্যান্য অঞ্চলে এয়ারটেল শুধুমাত্র টুজি, থ্রিজি, ফোরজি এবং মোবাইল বানিজ্য সেবা প্রদান করে থাকে। ২০১৫ সালের অক্টোবর মাসের শেষ পর্যন্ত বিশ্বব্যাপী ভারতী এয়ারটেলের মোট গ্রাহক সংখ্যা ৩৪৩ মিলিয়ন।


এ ক্যটাগরির আরো খবর..