একদিনে নামজারি সম্পন্ন করে ভূমি সেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করে দেশব্যাপী প্রশংসিত বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন কে বদলি করা হয়েছে। তার বদলির আদেশ চাউর হওয়ার পরপরই ভূমি সেবা প্রত্যাশি উপজেলার সাধারণ নাগরিকদের মিশ্র প্রতিক্রয়া দেখা দিয়েছে। তবে ভূমি সেবা কেন্দ্রিক দালালদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে।
জানা গেছে, ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গৌরনদীতে যোগদান করেন মো. রাজিব হোসেন। যোগদানের পরপরই উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস গুলোকে দালালমুক্ত করার পাশাপাশি ভূমি সেবায় নতুন মাত্রা যোগ করতে সেবা কুঞ্জ স্থাপন করে গতানুগতিক নিয়মের বাইরেও ক্রাশ কর্মসূচীর আওতায় একদিনে নামজারি কার্যক্রম শুরু করেন। যা দেশ ব্যাপী প্রশংসি হয়। এছাড়াও দখল হওয়া সরকারী খাল উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ও গৌরনদী বাসষ্ট্যান্ডের আধুনিকায়নের জন্য ব্যাপক ভূমিকা রাখেন। যা ইতিমধ্যে উপজেলাবাসীর মন জয় করে নিয়েছে।
সূত্রে আরও জানা গেছে, গত ৭ আগষ্ট ভূমি মন্ত্রণালয়ের এক আদেশে তাকে বদলী করা হয়। ১৩ আগষ্ট ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তার যোগদানের কথা রয়েছে। অপরদিকে মঙ্গলবার (১২ আগষ্ট) তাকে বরিশাল জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, উপজেলা অফিসার্স ক্লাব, ভূমি অফিস, মডেল থানাসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, কর্মকালীণ সময়ে সাত হাজার নামজারি আবেদন নিষ্পত্তির জন্য জমা পড়ে। এরমধ্যে মধ্যে সাত হাজার নামজারি আবেদনই তিনি সততা ও পেশাদারিত্বের সঙ্গে নিষ্পত্তি করেছেন । পাশাপাশি সরকারী জমি উদ্ধার ও রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করে জেলা প্রশাসন থেকে প্রশংসা পেয়েছেন। এছাড়াও বাজার মনিটরিং, বাল্য বিয়ে প্রতিরোধ, ভূমি সেবা সংক্রান্ত দালাল সিন্ডিকেট নির্মূলে সহ মাদক ব্যবসায়ী ও সেবিদের বিরুদ্ধে ৩৪টি মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।
একাধিক ভূমি সেবা গ্রহিতারা জানিয়েছেন, একটা সময়ে নামজারি করতে সরকারী খরচের বাইরেও দালাল চক্র বিভিন্ন কৌশলে সেবা প্রত্যাশীদের কাছ থেকে অতিরিক্ত কয়েক গুন টাকা আদায় করে নিতো।
তবে রাজিব হোসেন এ উপজেলায় এসিল্যান্ড হিসেবে যোগদানের পর কোন রকম হয়রানি ছাড়াই একদিনে নামজারি সম্পন্ন কার্যক্রম শুরু করেন। ফলে ভূমি সেবা কেন্দ্রিক দালাল সিন্ডিকেট ভেঙ্গে যায়। যে কারনে অন্যান্য উপজেলার চেয়ে গৌরনদীতে ভূমি সেবায় স্বস্তি ফিরে আসে।
গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক খোকন আহম্মেদ হীরা বলেন, সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন একজন জনবান্ধব ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। তার পেশাগত দক্ষতা ও আন্তরিকতায় উপজেলাবাসী কোন রকম ভোগান্তি ছাড়াই ভূমি সংক্রান্ত সেবা পেয়েছেন। তার সততা ও দায়িত্বশীল কর্মকান্ড প্রশংসার দাবী রাখে। তিনি আরও বলেন, তার বদলি হওয়ার পরও যাতে একদিনে নামজারি আবেদন নিষ্পত্তি সহ হয়রানিমুক্ত ভাবে ভূমি সেবা চালু থাকে আমরা সেই প্রত্যাশা করছি।
উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক ছাত্রনেতা বদিউজ্জামান মিন্টু বলেন, ভূমি সেবায় তিনি একটি অনন্য নজির স্থাপন করেছিলেন। সর্বস্তরের মানুষের জন্য তার দরজা খোলা ছিলো। অল্পদিনের ব্যবধানে তিনি উপজেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। এমন সৎ কর্মকর্তা দীর্ঘদিন থাকলে এ উপজেলায় আরও ব্যাপক পরিবর্তন সম্ভব হতো।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানান, সরকারী চাকুরীতে বদলী একটি স্বাভাবিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমার বদলী হয়েছে।
তিনি আরও জানান, আমি যতদিন এ উপজেলায় চাকুরী করেছি ততদিন সাধারণ মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও সাধারণ মানুষকে সেবা দিয়ে যাব। তবে সরকারী দায়িত্বপালন করতে গিয়ে হয়তো কারো বিরাগভাজন হয়েছি। তাই নিজের অজান্তেও কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন কর্মস্থলের জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করছি।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন একজন দক্ষ কর্মকর্তা। গৌরনদীতে কর্মকালীণ সময়ে তাকে যখন যেই দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তা সুচারু ভাবে সম্পন্ন করেছেন। ভবিষ্যত কর্মস্থলের জন্য তার প্রতি শুভ কামনা।