সিনেমা শিল্প অ্যানালগ রয়ে গিয়েছিল। সেটাকে আধুনিক প্রযুক্তিসম্পন্ন করতে চাই। জেলা উপজেলায় সিনেপ্লেক্স গড়ে তোলা হবে, যার জন্য হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, তিনি জেলা-উপজেলা পর্যায়ে বিনোদনের মাধ্যম হিসেবে জনগণকে সিনেমা দেখাতে চান। এ জন্য তিনি জেলা-উপজেলায় সিনেপ্লেক্স নির্মাণ করতে চান।
সিনেমার মাধ্যমে মানুষকে বিনোদনের পাশাপাশি সমাজ সংস্কারে, শিক্ষাদান ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।