চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়াকে উস্কানীদাতা সম্বোধন করে ফেসবুকে পোস্ট করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কামরুজ্জামান।
অধ্যাপকের সেই পোস্টের স্ক্রিনশর্ট নিয়ে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নিজের ফেসবুক আইডিতে প্রতিক্রিয়া জানান। তিনি ওই শিক্ষককে ‘উগ্র’ বলে উল্লেখ করেন।
রবিবার (৩১ আগস্ট) ড. কামরুজ্জামানের পোস্টের প্রতিক্রিয়ায় সাহেদ আহম্মেদের নিজস্ব ফেসবুক আইডিতে এমন মন্তব্য করতে দেখা যায়।
অধ্যাপক কামরুজ্জামান তার পোস্টে লেখেন “বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পেটাতে এই কুলাঙ্গার এলাকাবাসীকে উস্কানি দিয়েছে। হামলাকারীরা কুসুম বড়ুয়ার পোষা গুন্ডা। পুলিশকে আসতে বাঁধা দিয়েছে এই গুন্ডা। এ ধরনের গুন্ডা বিএনপিতে অভাব নেই। এদেরকে দিয়েই ফেব্রুয়ারিতে ইউনুস নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে??”
এ পোস্টের জবাবে শাখা ছাত্রদলের আহ্বায়ক লেখেন “আসসালামু আলাইকুম স্যার। আপনি একজন বুদ্ধিজীবী হিসাবে নিজেকে দাবি করেন। আপনার মতো একজন দায়িত্বশীল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের থেকে আমরা উগ্রবাদ ছাড়া আর কিছুই পাচ্ছিনা। বেতন-ভাতা নিচ্ছেন আর দেশের মানুষসহ ইবিতে বিভেদ সৃষ্টি করছেন, যেটা মোটেও কাম্য না। হাসিনার আমলে কিন্তু আপনার এ ধরনের লেখা লক্ষ্য করা যায়নি। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
সাহেদের পোস্টের ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক কামরুজ্জামান বলেন, “সাহেদ বলেছে আওয়ামী লীগের আমলে নাকি আমি কিছু লিখিনি। অথচ আমি ২০১৮ সাল থেকেই লিখছি। দেশের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে আমার কয়েকশত কলাম এবং বিভিন্ন পত্রিকায় দুই শতাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে। এসব লেখার কারণে ভারতের ‘র’ থেকে বড় ধরনের হুমকি এসেছে। এমনকি পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী আমাকে মেইল করেছিলেন, যা আমি পুলিশকে দেখাই। আসলে ও তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছেলে মানুষ-সে লিখতেই পারে। আমি কিছু মনে করিনি।”
এসব বিষয়ে জানতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।
উল্লেখ্য, জানা গেছে , এদিন (৩১ আগস্ট) বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য গঠনতন্ত্রের বিধান মোতাবেক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উদয় কুসুম বড়ুয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ক্যটাগরির আরো খবর..