× Banner
সর্বশেষ
সৌদি আরব বাংলাদেশি জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে নোয়াখালীতে ঝুপড়ি ঘরে ভূমিহীন পরিবারের মানবেতর জীবনযাপন ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় চতুর্থ দফায় এক ঘণ্টার আন্দোলন শ্যামনগরে গতবারের তুলনায় এবার দুর্গা পুজার মন্ডপ বেড়েছে রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে- স্বরাষ্ট্র উপদেষ্টা রাসুল (সা) এর সীরাত চর্চা মানবজাতির জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে -ধর্ম উপদেষ্টা চুলের বৃদ্ধির জন্য আমলা নাকি ভ্রিংরাজ ফ্রান্স গাজায় বিশেষ মিশন চালু করতে চায় আগামীকাল প্লেট পর্বের ফাইনাল

উত্তরাঞ্চলে সক্রিয় হচ্ছে জেএমবি

admin
হালনাগাদ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া রংপুর ও দিনাজপুরের সকল কর্মকাণ্ডে জেএমবি জড়িত ছিল বলে জানিয়েছেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ডিআইজির নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ।

ডিআইজি বলেন, বিদেশিদের হত্যা করে দেশের অর্থনৈতিক অগ্রগতি ব্যহত করা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য রংপুরসহ উত্তরাঞ্চলে সক্রিয় হয়ে উঠছে জঙ্গি সংগঠন জেএমবি। তবে তাদের উদ্দেশ্য সফল হতে পারবে না। ইতোমধ্যে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে জেএমবির ১৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে উদ্ধার করা হয়েছে ব্যাপক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম।

ডিআইজি আরও বলেন, জেএমবির রংপুর অঞ্চলের কমাণ্ডার মাসুদ রানা ও তার অন্যতম সহযোগী ইসাহাক আলী আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গুরুতপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। তিনি বলেন, মাসুদ রানার ঘনিষ্ট বন্ধু ইসাহাক এক সময়ে ইরাকে ছিলেন। সেখানে তিনি কোনো ধরনের প্রশিক্ষণ নিয়ে থাকতে পারেন। মূলত ইসাহাক আগ্নেয়াস্ত্রের  জিম্মাদার ছিলেন। যে কোনো অপারেশন শেষ করে ইসাহাকের কাছেই অস্ত্র জমা দিতেন। তবে, ইসাহাকের বড় ভাই ইনসান জেএমবির একজন শীর্ষ স্থানীয় নেতা ছিলেন জানান তিনি ।

২০০৬ সালে মাসুদ রানা প্রথম ইনসানের কাছেই জেএমবির বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছিলেন। তবে ইনসান পরবর্তীতে লিবিয়ায় গিয়ে সেখানেই কোন একটা দূর্ঘনায় মৃত্যুবরণ করেন। কিন্তু কী ঘটনায় ইনসান মারা গেছেন তা নিশ্চিত হতে পারেননি ডিআইজি। ইসাহাকের ইরাক ও ইনসানের লিবিয়া যাওয়ার বিষয়ে আইএস বা পাকিস্তানের সঙ্গে জেএমবির সংশ্লিষ্টতা আছে কি না?

সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে ডিআইজি বলেন, যারা এ পর্যন্ত গ্রেফতার হয়েছে তারা সকলেই স্থানীয় এবং স্থানীয়ভাবেই এসব কর্মকাণ্ড ঘটিয়েছে। আন্তর্জাতিকভাবে এদের কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি বলে তিনি জানান ।

এর আগে বিএনপি নেতাসহ অন্যদের গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, এ পর্যন্ত যারা ধরা পড়েছেন এবং যেসব তথ্য-উপাত্ত আমাদের কাছে রয়েছে সংগ্রহিত হয়েছে তাতে এটা প্রতিয়মান যে, এসব কর্মকাণ্ডে জেএমবি সক্রিয়ভাবে জড়িত। তবে গ্রেফতারকৃতরা এসব ঘটনার সঙ্গে জড়িত কী, না তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না। তবে জেএমবির এসব কর্মকাণ্ডের পিছনে কারা মদদ দিচ্ছেন তাও খতিয়ে দেখছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..