13yercelebration
ঢাকা

ইসকন নিয়ে উস্কানিমূলক পোস্টে উত্তপ্ত হাজারিলেইন, ৬৪৯ জনের বিরুদ্ধে মামলা, আটক ৪৯

রাজিব শর্মা
November 7, 2024 1:40 pm
Link Copied!

সনাতন ধর্মাবলম্বীদের অরাজনৈতিক অন্যতম সংগঠন ইসকনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উস্কানিমূলক’ পোস্ট শেয়ারের জেরে নগরীর হাজারি গলিতে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের ৪৯ জনের নাম প্রকাশ করে অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় সন্দেহভাজন আটককৃত ৮২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন।

প্রশাসন যা বলেন
তিনি বলেন, ‘ইসকনকে নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ওসমান আলী নামে এক ব্যক্তিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এমন তথ্য ৯৯৯-এ পেয়ে আমাদের কোতোয়ালী থানা পুলিশ রেসপন্স করে। তারা সেখানে গেলে অবরুদ্ধ ওসমান নামে ব্যক্তিকে উশৃঙ্খল জনতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতির অবনতি হলে সেখানে অতিরিক্ত পুলিশ এবং সেনাসদস্যরাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়। ছিনিয়ে নেওয়ায় বাধা দেওয়ায় উশৃঙ্খল জনতা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইটপাটকেল ও এসিড নিক্ষেপ করলে আমাদের ৯ জন সদস্য আহত হয়। যারমধ্যে একজন এসিড দগ্ধ হয়েছেন।’

মঙ্গলবার সন্ধ্যের পর থেকে কোতোয়ালি থানার কে সি দে রোডের হাজারী গলির গেইটের মুখে এ ঘটনা ঘটে।

দোকানিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিতের পাশাপাশি পুলিশের কাজে বাধাদান এবং হামলার অভিযোগ এনে এসিড দমন আইনে এ মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ। বুধবার দুপুরে কোতোয়ালী থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বুধবার রাত সাড়ে ৯টায় সিএমপির অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, ঘটনায় জানামতে ৪৯ জনের নামপ্রকাশ করে অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

মূলত আইন শৃঙ্খলাবাহিনীর ওপর এসিড নিক্ষেপ ও আইনীকাজে বাধা দেওয়ার অপরাধে তাদেরকে মামলার অভিযুক্ত আসামি করা হয়েছে বলে তিনি জানান।

পোস্টদাতার বিরুদ্ধে কোন আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে কি’না জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। অপরাধে তিনি যুক্ত হলে তাও ব্যবস্থা নেওয়া হবে।’

যৌথ বাহিনীর আরেকটি সংবাদ সম্মেলন
অন্যদিকে বুধবার (৬ নভেম্বর) বেলা ১২টায় সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কার্যালয়ে পৃথক আরেক সংবাদ সম্মেলনের আয়োজন করেন যৌথ বাহিনী। সেখানে পুরো ঘটনা তুলে ধরেন কর্নেল ফেরদৌস আহমেদ।

লিখিত বক্তব্যে কর্নেল ফেরদৌস আহমেদ বলেন, ‘মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় ওসমান আলী নামের একজন ব্যক্তির ইসকনবিরোধী একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর টেরীবাজার এলাকার হাজারী লেনে উত্তেজনার সৃষ্টি হয়। আনুমানিক ৫০০ থেকে ৬০০ জন দুষ্কৃতিকারী হাজারী লেনে ওসমান আলী ও তার ভাইকে হত্যা এবং দোকান জ্বালিয়ে দেওয়ার উদ্দেশ্যে জড়ো হন। স্থানীয় কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রæততম সময়ের মধ্যে সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি সদস্যদের ৬টি টহল দল উক্ত এলাকায় পৌঁছায়। বিশৃঙ্খলাকারীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় জানমাল রক্ষা এবং মব জাস্টিস রোধে যৌথবাহিনী ওসমান আলী ও তার ভাইকে উক্ত এলাকা থেকে উদ্ধার করেন।

উত্তেজিত জনতাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের বিষয়টি আশ্বস্ত করা সত্তে¡ও এক পর্যায়ে উগ্র বিশৃঙ্খলাকারীরা আরও আক্রমনাত্মক হয়ে ওঠে জানিয়ে কর্নেল ফেরদৌস আহমেদ আরও বলেন, ‘দুর্বৃত্তরা এ সময় যৌথবাহিনীর ওপর অতর্কিতভাবে জুয়েলারির কাজে ব্যবহৃত এসিড হামলা চালায় এবং ভারী ইট-পাটকেলসহ ভাঙা কাঁচের বোতল ছুঁড়তে শুরু করে। এর প্রেক্ষিতে সেনাবাহিনীর ৫ জন সদস্যসহ ৭ পুলিশ সদস্য আহত হন। সেনাবাহিনীর ৫ জন সদস্যকে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতাল, চট্টগ্রামে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এছাড়াও, ঘটনাস্থলে দুর্বৃত্তরা ইট ছুঁড়ে সেনাবাহিনীর একটি পিকআপ ভ্যানের উইন্সিল্ড ভেঙে ফেলে।’

উদ্ধার অভিযানের পর দুর্বৃত্ত শনাক্তকরণে যৌথবাহিনীর ১০টি টহল দল রাত সাড়ে ৯টার দিকে হাজারী লেনে গেলে লুকিয়ে থাকা দুষ্কৃতিকারীরা পুনরায় যৌথবাহিনীর ওপর পুনরায় এসিড সদৃশ বস্তু ছুড়তে শুরু করেন বলে জানান কর্নেল ফেরদৌস আহমেদ।

তিনি আরও বলেন, ‘এসময় যৌথবাহিনী ঘটনাস্থল থেকে ৮০ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। বর্তমানে বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাচাই-বাচাইয়ের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের চিহ্নিতকরণের প্রক্রিয়া চলমান রয়েছে। আটককৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদসহ যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে আদালতে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং হাজারী গলিসহ নগরীর অন্যান্য এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

স্থানীয়রা যা বলেন
অন্যদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত তিন দিন আগে ওসমান আলী নামের এক যুবক তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রোপাইলে আব্দুল মালেক নামের একজনের ফটোকার্ড শেয়ার করেন। ঐ ফটোকার্ডে লেখা ছিল, ‘ইসকন জঙ্গি সংগঠন তাদের নিষিদ্ধ করার হোক’। ফেসবুক শেয়ারকারী যুবক হাজারী গলির মিয়া শপিং সেন্টারের মোল্লা স্টোরের ওসমান আলী।

ঘটনায় হাজারী গলিতে বসবাসরত সনাতনী সম্প্রদায়ের স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে মোল্লা স্টোরের ওসমান আলীর দোকানটি ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির পাশাপাশি দোকানটি অবরুদ্ধ করা হয়। তার শাস্তির দাবিতে ¯েøাগান দেন সনাতন ধর্মাবলম্বীরা। এসময় পুলিশ ও আইনশৃঙ্খলাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। এক পর্যায়ে পোস্টদাতাকে নিয়ে যাওয়ার সময় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর দুবৃর্ত্তদের ইটপাটকেল নিক্ষেপ করেন। কিন্তু ঘটনায় সিসিটিবি ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান সনাতন ধর্মাবলম্বীরা।

এদিকে ঘটনাস্থলে পরিদর্শন করলে কয়েকটি স্বর্ণের দোকান ভাঙচুর দেখা যায়। তবে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেন, আইন শৃঙ্খলাবাহিনীর অভিযান চলাকালে ভাঙচুর করা হয়েছে এবং তাদেরকে মারধর করা হয়েছে রুবেল ধর নামে এক স্বর্ণ ব্যবসায়ী বলেন, আইন শৃঙ্খলাবাহিনী ১৫ মিনিটের সময় দিয়েছিল। আমরা যেন হাজারি লেইন থেকে সরে যায়। কিন্তু দোকান বন্ধ করার আগেই তারা ব্যবসায়ী ও পথচারিদের ওপর হামলা শুরু করেন। এতে অনেকেই আহত হয়েছে।

ঝুমুর রায় নামে আরেক ব্যক্তি বলেন, ধর্মীয় সংগঠন ইসকনকে নিয়ে বাজে মন্তব্য করায় কিছু যুবক প্রতিবাদ করলে তা স্থানীয় ব্যবসায়ী দ্বারা সমাধান হয়। এবং পোস্টকারী নিজের দোষ স্বীকার করে মুচলেকাও দেন। পর স্থানীয়রা বিক্ষোভ অব্যাহত রাখলে কোতোয়ালি থানা পুলিশ ও সেনাবাহিনী এসে পোস্টদাতা নিয়ে যান্ এসময় বিক্ষোভকারীদের মধ্যে থেকে কেউ আইনশৃঙ্খলাবাহিনীর ওপর ইট পাটকেল নিক্ষেপ করেন। পরে পরিস্থতি স্বাভাবিক হওয়ার ঘন্টা দেড়েকের পর রাত নয়টার দিকে সেনাবাহিনী ও পুলিশ এসে হাজারিগলির চারদিকে ঘিরে ফেলেন। এক পর্যায়ে সেনাবাহিনী এসে ঢালাওভাবে সবাইকে মারধর শুর করেন। যেভাবে যেখানে যাকে পেয়েছে তাকে পিঠিয়েছে।

অমূল্য বিশ্বাস নামে এক ব্যক্তি বলেন, আমরা মুক্তিযুদ্ধ দেখিনি। পাকিস্থানি হানাদার বাহিনীদের অত্যাচার দেখিনি কিন্তু মঙ্গলবার রাতে সেনাবাহিনী-পুলিশের অত্যাচার দেখেছি। আমরা সারারাত দোকানের ভিতর বন্দী ছিলাম। যাকে পেয়েছে তুলে নিয়ে গেছে। সেনাবাহিনীর প্রতি হিন্দুদের আস্থা ছিল। সেনাবাহিনীর এমন আচরণ সনাতনী হিন্দুরা প্রত্যাশা করেন না। বর্তমান দেশের আইনের প্রতি আস্থাহীন হয়ে পড়ছি।

সিসিটিভি ভিডিও ফুটেজে যা উঠে আসে
এদিকে প্রতিবেদকের হাতে আসা একটা ভিডিওতে দেখা যায়, আইন শৃঙ্খলাবাহিনীর হাজারিগলির মোড়ে বিক্ষোভরত জনতার ওপর সেনাবাহিনীর লাঠিচার্জ করা হয়।

অভিযোগের বিষয়ে ইসকনারা যা বলেন
এদিকে ঘটনার বিষয়ে জানতে মঙ্গলবার রাতে ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হিন্দু গণজাগরন মঞ্চের মূখপাত্র চিন্ময়ানন্দ প্রভু ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সঙ্গে সুপ্রভাতের কথা হলে, তিনি বলেন, প্রকৃত ঘটনা ইসকনের বিরুদ্ধে একটি ফটোকার্ড ছড়িয়েছিলেন, সে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা ক্ষোভ প্রকাশ করেন। হয়তো ক্ষোভের কারনে কেউ কেউ আইন প্রশাসনের ওপর অন্যায়ভাবে হামলা করছে। এটির বিচার আইন করবে। এটি আইনের বিষয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

বর্তমান হাজারিগলির ঘটনায় হিন্দু গণজাগরন মঞ্চের কোন সিদ্ধান্ত আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আপাতত আমরা কোন সিদ্ধান্ত নেয়নি। এখন যেহেতু পুলিশ প্রকৃত অপরাধীকে সনাক্ত করতে পারেনি। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। আইন অপরাধ ও অপরাধীকে সনাক্ত করুক। এরপর আমরা আমাদের অবস্থান থেকে সংবাদ সম্মেলনে জানানো হবে।

ঘটনার সঙ্গে কেউ কেউ দাবি করছে ইসকন কতৃপক্ষ জড়িত, বিষয়টি আদৌ কি সত্য কি’না জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে কি ইসকনরা বাস করে? হাজারিগলিতে কারা বাস করে পুলিশ কি জানে না? কেউ যদি ইসকন জড়িত বলে দাবি করে, তাদের বলকো, ঘটনাস্থল থেকে কোন মালাধারী, গেরুয়া কাপড় পরিহিত সাধুদের আটক করছে কিনা খতিয়ে দেখা হোক। তারপর ইসকন শব্দটি ব্যবহার করুক। নয়তো অপপ্রচার হয়ে যাবে।

http://www.anandalokfoundation.com/