13yercelebration
ঢাকা

ইউক্রেনের দোনবাসের পরিস্থিতি অত্যন্ত খারাফ: জেলেনস্কি।

নিউজ ডেক্স
May 22, 2022 10:06 am
Link Copied!

রাশিয়ান সেনাবাহিনী গত কয়েক দিন ধরে স্লোভিয়ানস্ক ও সেভেরোদোনেৎস্কে হামলার পরিমাণ বাড়িয়েছে, ফলে দোনবাসের পরিস্থিতি অত্যন্ত খারাফ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

ইউক্রেনের সশস্ত্র বাহিনী এই আক্রমণকে প্রতিহত করছে। প্রতিদিন রাশিয়ার এই আক্রমণাত্মক পরিকল্পনা থেকে দূরে সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের ব্যাহত করছেন ইউক্রেন যোদ্ধারা। তার ফল হলো একটিই— সেই কাঙ্ক্ষিত দিনটির জন্য আমরা সবাই অপেক্ষা করছি। যুদ্ধ করছি, বিজয় অর্জন করার জন্য।

জেলেনস্কি বলেন, রুশ বাহিনী খারকিভ ও সুমি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এ ছাড়া দোনবাসে সম্ভাব্য সব জায়গায় হামলা চালাচ্ছে। তবে রাশিয়াকে কোনে বিজয় অর্জন করতে দেব না।

http://www.anandalokfoundation.com/