13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

“আ.লীগ জাহিলি-বাতেনি বাহিনী”

admin
January 2, 2016 12:18 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ এখন আর শুধু স্বৈরাচারী দল নয়, তারা জাহিলি-বাতেনি বাহিনী। রক্তের প্রতি তাদের নেশা হয়ে গেছে। তারা রক্তপিপাসু। রক্ত দেখলে তারা খুশি হয়।

শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

প্রায় ৫০ মিনিটের বক্তব্যে খালেদা জিয়া সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন, সরকারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতায় থাকাকালে নিজেদের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।

পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী করতে এবং সরকারবিরোধী আন্দোলন জোরদারের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

ছাত্রদলের সাবেক নেতাদের স্মৃতিচারণ করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ইলিয়াস আলীকে কিভাবে গুম করা হয়েছে, সেটা দেশের মানুষ দেখেছে। ইলিয়াস আলী ছিল রাজপথের একজন পরীক্ষিত নেতা। ছাত্ররাজনীতিতে তার অবদান অনস্বীকার্য। ছাত্রদলের সাবেক নেতা নাসির উদ্দিন পিন্টুর কোনো দোষ ছিল না। তাকে জেলে রাখা হল। তাকে সাজা দেয়া হল। জেলে অসুস্থ অবস্থায় চিকিৎসা না পেয়ে মারা গেল ছেলেটি। ছাত্রদলে তার অবদান কোনো অংশে কম ছিল না। কিন্তু রক্তপিপাসু সরকার তাকে বাঁচতে দিল না।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, প্রতিনিয়ত বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার। অথচ গুলশান, বনানীর মত জায়গায় বিদ্যুৎ থাকে না। এভাবে দেশ চলতে পারে না।

ছাত্রদল নেতাদের প্রতি বিভিন্ন উপদেশ দিয়ে তিনি বলেন, আমাদের বয়স হয়েছে। আমরা চলে যাবো। তোমরা যাতে আমাদের জায়গা পুরণ করতে পারো সেইভাবে তোমাদের তৈরি হতে হবে।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ছাত্রলীগ সব দখল করে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ নেই। শিক্ষকদের সম্মান করতে হবে। কিন্তু ছাত্রলীগ শিক্ষকদের অসম্মান করছে। সেখানে তোমরা যারা ছাত্রদলের নেতাকর্মী আছো তোমাদের প্রতিবাদ করতে হবে। সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে তোমাদের প্রতিবাদ শুরু করতে হবে।

দেশ গণতন্ত্রহীন অবস্থায় পড়েছে দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, দেশের গণতন্ত্র এখন নির্বাসিত। গণতন্ত্রের দরকার নেই, সরকার উন্নয়নের কথা বলছে, কিন্তু আমরা তো উন্নয়ন দেখি না। ঢাকা শহরে ফ্লাইওভার বানানো হচ্ছে। কারণ এ থেকে বড় বড় কমিশন পাওয়া যায়। অথচ গ্রামগঞ্জে হাহাকার চলছে। তাই মানুষ ঢাকা ছুটছে। কুইক রেন্টালের মাধ্যমে লুটপাট হচ্ছে। অথচ বিদ্যুৎ নেই।’

তিনি বলেন, ‘সুষম উন্নয়ন হয়নি বলে রাজধানীর ফুটপাতে বসে মানুষ কিছু করে জীবন বাঁচানোর চেষ্টা করছে। তাই এদের দোষ দিব না। গ্রামে উন্নয়ন হলে মানুষ শহরে আসতো না।’

খালেদা জিয়া বলেন, ‘দেশে এখন এমন অবস্থা হয়েছে যে, গণতন্ত্র তো নেই। স্বৈরতন্ত্রও না। হয়েছে রাজতন্ত্র কায়েম। এক ব্যক্তি যিনি যা ইচ্ছা করবেন, তার ইচ্ছাই সব। সবাইকে তাকে সেলামি দিয়ে সেই ইচ্ছা পূরণ করতে হবে। এটাই হলো আজকের সত্যিকারের গণতন্ত্র।’

৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘গত পরশুদিন যে নির্বাচন হয়ে গেলো তাতে আমরা সকল স্থানীয় নির্বাচনের মতো অংশ নিয়েছি। আপনারা দেখেছেন উপজেলা, সিটি করপোরেশন নির্বাচন থেকে এটা শুরু হয়েছে। ওই নির্বাচনেও সন্ত্রাস হয়েছে। আওয়ামী লীগ চেয়েছিল তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়। তারা তলে তলে ঠিক করে রেখেছিল। কিন্তু মানুষ ভোট দিতে আসতে পারায় পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি জয়ী হয়েছিল। তারা বুঝতে পারেনি যে বিএনপি জিতে যাবে।

ফেনীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ও প্রায় সব কাউন্সিলর নির্বাচিত হওয়ায় বিস্ময় প্রকাশ করে খালেদা জিয়া বলেন, ‘সবগুলো নিয়ে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফেনীতে বিএনপির কি এতোই আকাল পড়েছে যে নমিনেশনই সাবমিট করতে পারেনি।’

তিনি বলেন, বাংলাদেশে হাসিনা-রকিব মার্কা নির্বাচন অচল। তাদের অধীনে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না পৌরসভা নির্বাচনে তা আরেকবার প্রমাণ হয়েছে। তাই বলে কি দেশে নির্বাচন হবে না? অবশ্যই হবে। আমি বিশ্বাস করি যারা এতো মানুষ হত্যা, গুম, খুন করেছে এতো মা বোনের চোখের পানি বৃথা যাবে না। আগামীতে নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ সুযোগ পেলে ঠিক জায়গায় তাদের ভোট দিবে। ’

সরকারের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘কারচুপি, ভোট ডাকাতি আর ছিনতাই করে আনন্দ করার কিছু নেই। মনে মনে ভাবেন কারা সিল মেরেছে।’

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে নষ্ট করা হয়েছে, তাদের দলীয় কর্মীর মতো ব্যবহার করা হয়েছে দাবি করে তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনারাও এদেশের সন্তান। আপনাদের যতদিন চাকরির বয়স আছে চাকরি করবেন। যদিও আপনাদের ভয় দেখানো হয়নি বিএনপি ক্ষমতায় গেলে চাকরি থাকবে না। আমরা জানি চাকরি বাঁচাতে আপনারা বাধ্য হচ্ছেন। আমরা অভয় দিচ্ছি আপনাদের চাকরি যাবে না।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘এরা অথর্ব, মেরুদণ্ডহীন। আমরা সেনা মোতায়েনের দাবি করলেও তারা বলছেন সব ঠিক আছে। আর কত অনিয়ম হলে তারা সেনা মোতায়েন করবেন।’

ছাত্রদল সভাপতি রাজিব আহসানসহ সকল ছাত্রদল নেতাকর্মীর মুক্তি দাবি করে তিনি বলেন, তাদের মুক্তি দিতে হবে। সকল মামলা প্রত্যাহার করতে হবে।’

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শামসুজ্জ্জামান দুদু, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, আবুল খায়ের ভুঁইয়া ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

http://www.anandalokfoundation.com/