13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

`আশ্বস্ত হবে ইউনেসকো সরকারের জবাব পেলে`

admin
September 26, 2016 3:16 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: ইউনেসকোর প্রতিবেদনে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে, সে বিষয়ে বাংলাদেশ সরকারের জবাব পেলে ইইউনেসকো আশ্বস্ত হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২০তম সম্মেলন উপলক্ষে গঠিত প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘ইউনেসকোর প্রতিবেদনে যে কয়েকটি বিষয়ে উদ্বেগ প্রকাশ হয়েছে তা পড়ে আমরা অবাক হয়েছি এবং বিষয়গুলো হাস্যকরও বটে। আর মনে হয়েছে প্রতিবেদনটি আমাদের দেশের আন্দোলনকারীদের দ্বারা প্রভাবিত। আশা করি সরকারের তরফ থেকে ইউনেসকোকে যে জবাব দেওয়া হবে তাতে ইউনেসকো আশ্বস্ত হবে।’

আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন নির্বাচনে ভূমিকা রাখবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৯ সালের আগে নির্বাচনের কোনো সুযোগ এবং সম্ভাবনা কোনোটাই নেই। আর নতুন কমিটির নেতৃত্বই আগামী নির্বাচনে ভূমিকা রাখবে।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি আর আগের মতো আগুন সন্ত্রাস করতে পারে না তাই তারা বলছে, বিএনপিকে কথা বলার এবং সভা-সমাবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে না।

তিনি জানান, সম্মেলনকে সামনে রেখে যে প্রকাশনা বের করা হবে তাতে সরকারের উন্নয়নের পাশাপাশি বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তুলে ধরা হবে। নগরীর সৌন্দর্য যাতে নষ্ট না হয় সে বিষয়টি বজায় রেখে সম্মেলনের প্রচারণার জন্য ব্যানার ও পোস্টার লাগানো হবে।

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, বদিউজ্জামান ডাবলু, অসীম কুমার উকিল।

http://www.anandalokfoundation.com/