× Banner
সর্বশেষ

মোদি সাদাসিধে নেতা নয়, তারা আমেরিকার চাপকেও পাত্তা দেয়না -ট্রাম্প

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

 ট্রাম্প আমেরিকার এক বৈঠকে বলেন, ভারত এখন এমন এক দেশে পরিণত হয়েছে যা আমেরিকার পর্যন্ত শোনে না। ভারতের সাথে ডিল করা সহজ নয় তারা নিজের ইচ্ছা অনুযায়ী চলে। মোদী সহজ সাদাসিধে নেতা নয়। ভারত দীর্ঘ সময় ধরে আমাদের জন্য সমস্যা করছে। ভারত আমাদের উপর ট্যারিফ লাগিয়ে দেয়। আমি প্রধানমন্ত্রী মোদীকে পছন্দ করি তবে ব্যাবসার দিক থেকে ভারত খুবই কড়া। তাঁরা এখন আন্তর্জাতিক চাপকেও পাত্তা দেয় না বলে মত ট্রাম্পের।

ভারত আগে নিজের দেশ ও জনগণের কথা চিন্তা করে। আন্তর্জাতিক চাপকে ভারত যে একবারে পাত্তা দেয় না তা ট্রাম্পের কথা থেকেই পরিষ্কার। আমেরিকা বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ এবং ডোনাল্ড ট্রাম্প বিশ্বের একজন শক্তিশালী নেতা। এমন অবস্থায় ট্রাম্পের বক্তৃতা বুঝিয়ে দেয় যে আজকের ভারত কোন জায়গায় পৌঁছেছে।

 

 


এ ক্যটাগরির আরো খবর..