× Banner
সর্বশেষ
সাতক্ষীরায় নারী জনপ্রতিনিধিদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সীমান্তে পতাকা বৈঠকে ভারতীয় নাগরিককে হস্তান্তর মাদারীপুরে হোটেল রেস্টুরেন্টের মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময় সভা তারেক রহমানের পক্ষে আগৈলঝাড়ায় ১৫৯ পুজা মন্ডপে অনুদান প্রদান আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানঘর ভাঙচুর এবং গাছ কাটার অভিযোগ কালকিনিতে দুর্গাপূজাউপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি’র মতবিনিময় সভা আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ডের মৃত্যু আহত ২ নোয়াখালী পৌরসভা আ.লীগের সভাপতি ঢাকায় গ্রেপ্তার আজ শুরু হচ্ছে দেবীর নবরাত্রিক ব্রতারম্ভ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় স্বতন্ত্র এমপি প্রার্থী আমিনুল হকের দাফন সম্পন্ন

অনলাইন ডেক্স
হালনাগাদ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
আমিনুল হকের দাফন সম্পন্ন

নওগাঁর ধামইরহাটে পূর্নাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় স্বতন্ত্র এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকের দাফন সম্পন্ন হয়েছে। ৩০ ডিসেম্বর (শনিবার) সকাল ১০ টায় নজিপুর ফুটবল মাঠে বষিয়ান এই আওয়ামীলীগ নেতা ১ম দফা জানাযায় অংশ নেন হাজারো নেতাকর্মী।

এতে আওয়ামীলীগ মনোনীত এম.পি প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার এম.পি. জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট. তোফাজ্জল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম, ধামইরহাট উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব দেলদার হোসেন, পতœীতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার, নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল প্রমুখ অংশ নেন। পরে দুপুর ২ টায় লক্ষনপাড়া মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমিনুল হককে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় ইউএনও আসমা খাতুন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ওসি বাহাউদ্দিন ফারুকী, জেলা পুলিশের সদস্যবৃন্দসহ ধামইরহাট উপজেলা আ’লীগ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেনির পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে ২য় দফা জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। সেখানেও বিভিন্ন দলের সামাজিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী এবং অসংখ্য গুনগ্রাহী জানাযায় অংশ নেন এবং তিন এমপি প্রার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ২৯ ডিসেম্বর শুক্রবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এবং দুপুরেই নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার এই আসনের নির্বাচন স্থগিত ঘোষনা করে প্রজ্ঞাপন জারী করেন।


এ ক্যটাগরির আরো খবর..