× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

আবারও বিশ্বের সেরা কর্মস্থল গুগল

admin
হালনাগাদ: শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

অনলাইন ডেস্ক: অনেকেরই স্বপ্ন ইস যদি গুগলে কাজ করার সুযোগ পেতাম! আর থাকবেই বা না কেন, কাজের সবচেয়ে ভালো পরিবেশ আর বেতন-ভাতা মিলিয়ে বিশ্বের সেরা কোম্পানি গুগল। কর্মীদের কাজের সেরা পরিবেশ দেওয়ার জন্য এবার নিয়ে শীর্ষ কোম্পানি হিসেবে হ্যাট্টিক করল গুগল।

মার্কিন গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান গ্রেট প্লেস টু ওয়ার্ক ইনস্টিটিউটের করা ‘বিশ্বের সেরা মাল্টিন্যাশনাল কর্মপরিবেশ তালিকা’য় এ বছর শীর্ষে গুগল। দ্বিতীয় স্থানে রয়েছে এসএএস ইনস্টিটিউট ও তৃতীয় অবস্থানে আছে ডব্লিউ এল গোর কোম্পানি। গ্রেট প্লেস টু ওয়ার্কের করা তালিকায় ২৫টি প্রতিষ্ঠান ঠাঁই পেয়েছে। এই তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে স্টোরেজ সেবাদাতা প্রতিষ্ঠাতা নেট অ্যাপ ও মোবাইল যোগাযোগের প্রতিষ্ঠান টেলিফোনিকা।

এরপরের দুটি অবস্থান ইএমসি করপোরেশন ও মাইক্রোসফটের। এরপরের স্থানগুলোতে রয়েছে ম্যারিয়ট, বেলক্রপ, স্কটিয়াব্যাংক, অটোডেস্ক, সিসকো, অ্যাটেনটো,ডিয়াগো, অ্যাকোর, হ্যায়াট, মার্স, ক্যাডেনস, হিল্টি, ইওয়াই, এইচঅ্যান্ডএম ও নভো নরডিক। ২০১৫ সালের সেরা প্রতিষ্ঠান নির্বাচন করতে গিয়ে পাঁচ লাখেরও বেশি কর্মীর মতামত বিশ্লেষণ করেছে প্রতিষ্ঠানটি।

কসমেটিকস থেকে শুরু করে সফটওয়্যার, কম্পিউটার, রাসায়নিকসহ ৪৭টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়েছে গ্রেট প্লেস টু ওয়ার্ক ইনস্টিটিউট। এই তালিকায় স্থান পাওয়া প্রতিষ্ঠানগুলোকে বেশ কিছু শর্ত পূরণ করতে হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানটি পাঁচটি দেশে গ্রেট প্লেস টু ওয়ার্ক লিস্ট অনুযায়ী উত্তীর্ণ হতে হবে, পাঁচ হাজারের বেশি কর্মী থাকতে হবে এবং যে দেশের প্রতিষ্ঠান সে দেশের নাগরিকের বাইরে অন্যান্য দেশের অন্তত ৪০ শতাংশ কর্মী ওই প্রতিষ্ঠানে থাকতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..