বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল বাসষ্ট্যান্ড সংলগ্ন আরিফ ফিলিং স্টেশনটি আদালতের নির্দেশে বন্ধ করে দিয়েছে গৌরনদী মডেল থানা পুলিশ। ফিলিং স্টেশনটি বন্ধের খবরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আদালত সূত্রে জানা গেছে, কটকস্থল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মজিবর রহমান মাঝির পুত্র হিরা মাঝি বাদী হয়ে একই উপজেলার তাঁরাকুপি গ্রামের হারুন অর রশিদ, তার মেয়ে পপি, মেয়ে জামাতা আজমল সিদ্দিকী সোহাগ, সজিব মাঝি এবং তুহিন ফকিরকে বিবাদী করে বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং: এমপি ১১৮৩/২৫)। আদালতের বিজ্ঞ বিচারক গত ৯ জুন গৌরনদী থানার ওসিকে বিরোধপূর্ণ সম্পত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষা সহ প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
আদেশ অনুযায়ী গত বৃহস্পতিবার (১০ জুলাই) গৌরনদী মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম উভয় পক্ষকে আদালতের স্মারক নং ২৩৬৬, তারিখ ০৯/০৭/২০২৫ অনুযায়ী নোটিশ প্রদান করেন। এতে উল্লেখ করা হয়, বিরোধপূর্ণ তফসিলভুক্ত জমিতে এমন কোনো কাজ করা যাবে না যা শান্তি-শৃঙ্খলা বিঘিœত করতে পারে। নোটিশ পাওয়ার পরও বিবাদী হারুন অর রশিদ গং উক্ত জমিতে ফিলিং স্টেশনের কার্যক্রম চালিয়ে যান। এতে বাদী পক্ষ বাঁধা দিতে গেলে আইন-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখা দেয়।
পরবর্তীতে শনিবার দুপুরে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ না করার নির্দেশ দেন এবং সতর্ক করেন, কেউ শান্তি-শৃঙ্খলা বিঘœ ঘটালে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরপর বিবাদী পক্ষ আরিফ ফিলিং স্টেশন বন্ধ করে দেয়।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, তাঁরাকুপি মৌজার জেএল নং-২৮, বিএস ২৯৫ নং খতিয়ান এবং বিএস ৪৫৪ নং দাগভুক্ত মোট ৪৩ শতক জমির মধ্যে ২১.৫০ শতক জমি নিয়ে বিরোধ চলছে। আইন-শৃঙ্খলা ভঙ্গের সম্ভাবনা থাকায় ওই জমিতে উভয় পক্ষকে প্রবেশ না করতে মৌখিক নির্দেশ দেওয়া হয় এবং বিভিন্ন স্থানে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।