× Banner
সর্বশেষ
চরমনাই পীর নয় ভন্ড -এ্যানী চৌধুরী  ফরিদপুরে স্ত্রী হত্যার ১১ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড সাতক্ষীরায় নারী জনপ্রতিনিধিদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সীমান্তে পতাকা বৈঠকে ভারতীয় নাগরিককে হস্তান্তর মাদারীপুরে হোটেল রেস্টুরেন্টের মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময় সভা তারেক রহমানের পক্ষে আগৈলঝাড়ায় ১৫৯ পুজা মন্ডপে অনুদান প্রদান আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানঘর ভাঙচুর এবং গাছ কাটার অভিযোগ কালকিনিতে দুর্গাপূজাউপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি’র মতবিনিময় সভা আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ডের মৃত্যু আহত ২

করোনা বিস্তার রোধে ২৫ এপ্রিল পর্যন্ত আদালতের ছুটি

অনলাইন ডেক্স
হালনাগাদ: শনিবার, ১১ এপ্রিল, ২০২০
আদালতের ছুটি

দেশব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলা এবং এর বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে  আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এবং দেশের অধস্তন আদালতের ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) এ নিয়ে চতুর্থবারের মতো দেশের সব আদালতে ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের সামগ্রীক দিক বিবেচনা করে এ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাধারণ ছুটির সাথে আগামী ১৭ ও ১৮ এপ্রিল এবং ২৪ ও ২৫ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে সংযুক্ত থাকবে। যাদের জামিনের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জামিনের মেয়াদ আদালত খোলার দু সপ্তাহ পর্যন্ত বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট।

এর আগে করোনা সংক্রমণ সতর্কতায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ দেশের সব অধস্তন আদালতের ছুটি আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ায় সুপ্রিম কোর্ট প্রশাসন।  গত সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলা এবং এর বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪ মার্চ এবং ১ এপ্রিলের প্রজ্ঞাপনে ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় ৫ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১২ ও ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এমতাবস্থায় সুপ্রিম কোর্টের ২৪ মার্চ এবং ১ এপ্রিলের বিজ্ঞপ্তিতে ঘোষিত ছুটির ধারাবাহিকতায় আগামী ১২ ও ১৩ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ এবং সব অধস্তন আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। ১৪ এপ্রিলের নববর্ষের সরকারি ছুটিও এর সঙ্গে সংযুক্ত থাকবে।প্রসঙ্গত, এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় গত ২৯ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সব অধস্তন আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..