13yercelebration
ঢাকা

আত্মসমর্পনকারী সৈন্যদের জীবন বাঁচাতে সমঝোতায় রাজি : জেলেনস্কি

Link Copied!

মারিউপোলের আজভস্টালে আড়াইশর বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ২৫৬ সৈন্য অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছে, যাদের মধ্যে ৫২ জন গুরুতর আহত।

এমন পরিস্থিতিতে সুর নরম করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এতদিন জেলেনস্কি বলে আসছিলেন, তাদের সৈন্যরা শেষপর্যন্ত লড়ে যাবেন, আত্মসমর্পণ করবেন না। কিন্তু এখন অবরুদ্ধ ও আত্মসমর্পনকারী সৈন্যদের জীবন বাঁচাতে সমঝোতায় রাজি তিনি।

জেলেনস্কি বলেছেন, আমাদের নায়কদের (সৈনিক) জীবিত দরকার ইউক্রেনের, সেটাই আমাদের নীতি। তাদের ঘরে ফেরানোর কাজ চলছে। তবে এতে সময় দরকার।’

http://www.anandalokfoundation.com/