14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজ ১৩ জুলাই(বৃহস্পতিবার) বৈদিক জ্যোতিষে ১২টি রাশিফল ও আপনার ভাগ্য বদলে পরামর্শ

ডেস্ক
July 13, 2023 6:34 am
Link Copied!

আজ ১৩ জুলাই(বৃহস্পতিবার) বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা ফলাফল। চন্দ্র আজ বৃষ রাশিতে সঞ্চার করবে। এটি চন্দ্রের উচ্চ রাশি। চন্দ্রের এই গোচরের পাশাপাশি বুধ কর্কট রাশিতে উদিত হয়ে গোচর করবে। আজ সারাদিন কৃতিকা নক্ষত্রের প্রভাব থাকবে। গ্রহ নক্ষত্রের এই পরিস্থিতির কারণে আজকের দিনটি বৃষ ও মীন রাশির জাতকদের আর্থিক ও কেরিয়ারের দিক দিয়ে লাভজনক প্রমাণিত হবে। জেনে নিন রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ

মেষ রাশিফল (Aries Horoscope)​​: মেষ রাশির জাতকরা কাজে সাফল্য লাভ করবেন। উৎসাহিত থাকবেন। এই রাশির জাতকদের জন্য আজকের দিনটি অনুকূল। শুভ ফল লাভ করবেন। কোনও বড় কাজ হাতে নেবেন, যার ফলে সাফল্য লাভ করতে পারবেন। জীবনসঙ্গীর উত্তম সহযোগিতা লাভ করবেন। বন্ধু সংখ্যাও বৃদ্ধি পাবে এই রাশির জাতকদের। কর্মক্ষেত্রে আর্থিক লাভ অর্জন করবেন। আধিকারিকারিকদের কাছ থেকে উৎসাহ ও সহযোগিতা লাভ করবেনয পারিবারিক জীবন সুখে কাটবে।

আপনার ভাগ্য বদলে পরামর্শ :  আজ ৮৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। গণেশকে ১১টি দূর্বা নিবেদন করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​​: বৃষ রাশির জাতকরা আইনি মামলায় সাফল্য লাভ করবেন। বহুদিন ধরে আটকে থাকা কাজ সফল হবে। সমাজে মান-সম্মান বাড়বে। তবে পরিবারে কোনও সদস্যের কাছ থেকে কিছু খারাপ কথা শুনতে হবে। নিজের ব্যবহার সংযমী রাখুন। জীবনসঙ্গীর সঙ্গে আনন্দপূর্ণ সময় কাটাবেন। ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার দ্বারা লাভান্বিত হবেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শ :   ভাগ্য ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​​: মিথুন রাশির জাতকরা পরিকল্পিত কাজ পূর্ণ হওয়ায় সন্তুষ্ট থাকবেন। সন্তানের তরফে অবসাদ চলতে থাকলে, তার সমাধান হবে। প্রেম জীবনে বুদ্ধির পরিচয় দিতে হবে। কোনও কারণে প্রেমিক রেগে যেতে পারে। মায়ের সঙ্গে কথা কাটাকাটি হবে। তাই আজ পরিস্থিতি ও বাণী নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ব্যয় হবে আজ।

আপনার ভাগ্য বদলে পরামর্শ :  ভাগ্য ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গায়ত্রী চালিসা পাঠ করুন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​: কর্কট রাশির জাতকরা মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। তাঁদের স্বাস্থ্য দুর্বল হতে পারে। কর্মক্ষেত্র ও পারিবারিক জীবনে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখুন। মুখোশ পরে থাকলে, আপনার মান-সম্মান হানি হতে পারে। আর্থিক জীবনে ভাগ্যশালী থাকবেন। ব্যবসায় ভালো উপার্জন করবেন। সন্তানের পক্ষে সুসংবাদ পাবেন। ইচ্ছাপূরণ হবে আজ।

আপনার ভাগ্য বদলে পরামর্শ :  আজ ৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। বিষ্ণুর পুজো ও বিষ্ণু মন্ত্র জপ করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope)​​:  সিংহ রাশির জাতকরা প্রতিযোগিতায় উৎসাহজনক পরিণাম পাবেন। সন্তানের সঙ্গে সামঞ্জস্য বাড়বে। সন্তানের স্নেহ ও সহযোগিতা পাবেন। ব্যবসায়িক কারণে দূরের বা পাশের যাত্রা করতে হলে অবশ্যই যান। এর দ্বারা লাভান্বিত হবেন। ছাত্ররা কোনও কোর্সে ভরতির জন্য আবেদন করতে পারেন। দিন অনুকূল। নিজের জন্য অর্থ ব্যয় করবেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শ :  ভাগ্য ৮৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সূর্য পুরাণ পাঠ করুন ও বাবার আশীর্বাদ গ্রহণ করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​​:  কন্যা রাশির জাতকরা ধর্মীয় কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন। এর ফলে কিছু অর্থ ব্যয় হবে। রাজনীতির সঙ্গে জড়িত জাতকরা ভালো সুযোগ পাবেন। আজ ব্যবসার জন্য ভালোভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন। কারও কথায় কান দেবেন না, তা না-হলে আপনার কাজ ভেস্তে যেতে পারে। জীবনসঙ্গীর শারীরিক সমস্যা হতে পারে। এর ফলে আপনার চিন্তা বাড়বে। ব্যবসা সম্প্রসারণের জন্য লগ্নির পরিকল্পনা করে থাকলে দিন ভালো।

আপনার ভাগ্য বদলে পরামর্শ :  ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সরস্বতীর পুজো ও রাহু মন্ত্র জপ করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)​:  তুলা রাশির জাতকদের কাজ আটকে যেতে পারে বা কোনও প্রযুক্তিগত সমস্যা দেখা দিতে পারে। আর্থিক দিক দিয়ে জটিলতায় দিন কাটাবেন। অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। ভেবেচিন্তে কথা বলুন, তা না-হলে নিকটাত্মীয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।

আপনার ভাগ্য বদলে পরামর্শ :  ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শিব চালিসা ও শিব মন্ত্র জপ করলে লাভ হবে।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​:  বৃশ্চিক রাশির জাতকরা নিজের কাজে ভুল করবেন না। সন্তানকে ভালো কাজ করতে দেখে আনন্দিত হবেন। পরিবারের কোনও সদস্যের বিয়ের আলোচনা চলতে থাকলে তা পাকা হবে। সম্পত্তি সংক্রান্ত বিবাদে সাফল্য লাভ করতে পারেন এই রাশির জাতক। শত্রুরা আপনার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করবেন। তবে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সন্ধ্যাবেলা পরিবারের বরিষ্ঠ সদস্যদের সঙ্গে ভবিষ্যৎ বিষয়ে আলোচনা করবেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শ :   আজ ৯০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। পার্বতীর পুজো করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​: ধনু রাশির জাতকদের মনের মধ্যে দানের মনোভব বৃদ্ধি পাবে। ধর্মীয় অনুষ্ঠানে সাহায্য করবেন। ভাষায় মাধুর্য বজায় থাকবে। মহিলা বন্ধুর সাহায্যে পদোন্নতি সম্ভব। তাঁদের চোখের তারা হয়ে উঠবেন আপনি। পরিবারে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। এতে পরিবারের সমস্ত সদস্যরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করবেন। ছাত্ররা পরীক্ষায় আগত সমস্ত বাধা দূর করার জন্য শিক্ষকদের সহযোগিতা লাভ করবেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শ :  ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। ব্রাহ্মণদের দান করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​​:  মকর রাশির জাতকরা দৈনন্দিন জীবনযাপন প্রণালীতে হঠাৎ পরিবর্তন করতে হবে। কারণ সন্তানের শিক্ষায় আগত বাধা দূর করার জন্য কাছের বা দূরের যাত্রায় যেতে পারেন। বহুমূল্য বস্তু লাভ করার পাশাপাশি এমন কোনও ব্যয় সামনে আসবে যা আপনাকে অনিচ্ছা সত্ত্বেও করতে হবে। শ্বশুরবাড়ির তরফে সম্মান লাভ করতে পারেন। জীবনসঙ্গীর জন্য কোনও উপহার নিতে পারেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শ :  ভাগ্য আজ ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। চন্দনের তিলক লাগান।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​​:  কুম্ভ রাশির জাতকরা বুদ্ধির জোরে নতুন কিছু খুঁজে পাবেন। এর ফলে ব্যবসা চরমে পৌঁছবে। পরিবারে কোনও বিবাদ চললে তা কোনও বরিষ্ঠ সদস্যের সাহায্যে সমাপ্ত হবে। ভাইয়ের বিয়ে পাকা হতে পারে। এর ফলে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। তবে অতীত ভুলের কারণে চাকরিতে ভয়ের পরিস্থিতি থাকবে। নতুন পরিকল্পনা তৈরি করবেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শ :   ৯৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। শনির দর্শন ও তেল নিবেদন করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​​:  মীন রাশির জাতকরা আজ ব্যবসায় সন্তুষ্ট থাকবেন না। এর দ্বারা অবশ্যই লাভ হবে। কর্মক্ষেত্রে ব্যবসার পরিকল্পনা করে থাকলে তাতে লাভ হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাবেন। ঝুঁকি পূর্ণ কাজ করে থাকলে, তাতেও ভাগ পাবেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শ :  আজ ৭৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। রোজ রাতে শেষ রুটি কুকুরকে খাওয়ান।

http://www.anandalokfoundation.com/