× Banner
সর্বশেষ
আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু

আগৈলঝাড়ায় স্পর্ট মিটারিং কার্যক্রমে ৬০ ঘরে বিদ্যুতের আলো

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

প্রবীর বিশ্বাস ননী আগৈলঝাড়াঃ স্পর্ট মিটারিং কার্যক্রমের আওতায় বরিশালের আগৈলঝাড়ায় ৬০ ঘরে বিদ্যুতের আলো প্রদান করল বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি -২। বুধবার সকালে উপজেলার রত্নাপুর ইউনিয়নের বারপাইকা বাজারে ৩০ টি বানিজ্যিক ও তৎসংলগ্ন কয়েকটি বাড়িতে ৩০টি আবাসিক সংযোগ প্রদান করা হয়। গ্রহকদের কাছ থেকে মাত্র ৬৫০ টাকা নগদ গ্রহণ করে সাথে সাথে বিদ্যুৎ সংযোগ প্রদান করে কর্তৃপক্ষ।

বিদ্যুৎ সংযেগ প্রদান কালে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী হেম চন্দ্র বৈদ্য, আগৈলঝাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ আঃ মালেক, ডিজিএম কম মধুসুধন রায়, প্রকৌশলী আঃ আলিম, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুণীল কুমার বাড়ৈ, আ’লীগ নেতা রবিন্দ্র নাথ হালদার প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..