প্রবীর বিশ্বাস ননী আগৈলঝাড়াঃ স্পর্ট মিটারিং কার্যক্রমের আওতায় বরিশালের আগৈলঝাড়ায় ৬০ ঘরে বিদ্যুতের আলো প্রদান করল বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি -২। বুধবার সকালে উপজেলার রত্নাপুর ইউনিয়নের বারপাইকা বাজারে ৩০ টি বানিজ্যিক ও তৎসংলগ্ন কয়েকটি বাড়িতে ৩০টি আবাসিক সংযোগ প্রদান করা হয়। গ্রহকদের কাছ থেকে মাত্র ৬৫০ টাকা নগদ গ্রহণ করে সাথে সাথে বিদ্যুৎ সংযোগ প্রদান করে কর্তৃপক্ষ।
বিদ্যুৎ সংযেগ প্রদান কালে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী হেম চন্দ্র বৈদ্য, আগৈলঝাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ আঃ মালেক, ডিজিএম কম মধুসুধন রায়, প্রকৌশলী আঃ আলিম, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুণীল কুমার বাড়ৈ, আ’লীগ নেতা রবিন্দ্র নাথ হালদার প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।