13yercelebration
ঢাকা

আগৈলঝাড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খেয়েছে ১৬৫৭০ শিশু

Link Copied!

বরিশালের আগৈলঝাড়ায় ১৬৫৭০জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধর করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় হাসপাতালের চিকিৎসক, ইপিআই কর্মকর্তা ও সেবিকাগন উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, উপজেলার ৫টি ইউনিয়নের ১২১টি সেবাদান কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়স পর্যন্ত ১ হাজার ৬শ ৬৯ জন শিশুকে নীল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ১৪ হাজার ৯শ ১ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধালণ করে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/