বরিশালের আগৈলঝাড়ায় গলায় ফাঁস দিয়ে এক গৃবধু আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
থানা অফিসার ইন চার্জ মো. আলম চাঁদ জানান, উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের সবুজ সরদারের স্ত্রী তিন সন্তানের জননী মুন্নী বেগম (৩০) তার স্বামীর সাথে মান-অভিমানে সোমবার রাত আটটার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে সোমবার রাতেই গলায় ফাঁস দেয়া অবস্থায় মুন্নী বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে মুন্নীর লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।