13yercelebration
ঢাকা

আওয়ামী লীগ নেতাকে তুলে নিয়ে অমানুষিক নির্যাতন

Link Copied!

প্রবীন আওয়ামীলীগ নেতা বাদশা ফকিরের (৭২) পথরোধ করে তুলে নিয়ে আটকে রেখে ব্যাপক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে দশটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া-মাহিলাড়া সড়কে। নির্যাতিত বাদশা ফকির নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

আহত বাদশা ফকির অভিযোগ করে বলেন, শনিবার সকালে ব্যক্তিগত কাজের জন্য বরিশাল শহরে যাচ্ছিলাম। পথিমধ্যে নলচিড়া-মাহিলাড়া সড়কের মধ্যবর্তী এলাকায় পৌঁছলে নলচিড়া ইউনিয়ন বিএনপি নেতা জুয়েল সরদার, মনির সিকদার, হুমায়ুন কাজী, নুরজামাল বেপারী ও কুদ্দুস হাওলাদার সহ ২০/২৫ জন বিএনপি কর্মী সমর্থকরা সড়ক থেকে আমাকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে নলচিড়া বাজারে নিয়ে আমাকে অমানুষিক নির্যাতন করে আটকে রাখে। একপর্যায়ে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগ সমর্থক হলেও কোনদিন কারো ক্ষতি করি নাই। এরপরও আমাকে অমানুষিক নির্যাতন করা হলো। আমি হামলাকারীদের বিচার চাই। তবে এবিষয়ে জানতে অভিযুক্ত কয়েকজনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও নাম্বার বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এবিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

http://www.anandalokfoundation.com/