× Banner
সর্বশেষ
আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু

অসহায় মানুষের পাশে ফরদিপুররে সালথা উপজলোর

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

ফরদিপুররে সালথা উপজলোর গট্টি ইউনয়িনরে বড়দয়িা গ্রামে সৌদি প্রবাসী ছদ্দিকিুর রহমান, সলেমি মোল্যা ও স্থানীয় সুলতান মোল্যার সহযোগতিায় ১৩৫টি শীতবস্ত্র কম্বল বতিরণ করা হয়ছে। আজ বৃহস্পতবিার সকাল ৮ টায় ওই গ্রামরে আইয়ুব মাতুব্বাররে বাড়তিে এ কম্বল বতিরণ অনুষ্ঠতি হয়।

এসময় উপস্থতি ছলিনে, মোঃ আইয়ুব মাতুব্বার, ইসমাইল মোল্যা, মনোয়ারা বগেম ও হাজরো বগেম। কম্বল পয়েে শীর্তাতরা সৌদি প্রবাসী ছদ্দিকিুর রহমান, সলেমি মোল্যা ও স্থানীয় সুলতান মোল্যার প্রতি সন্তুষ্ট প্রকাশ করছেনে।


এ ক্যটাগরির আরো খবর..