14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রবীন্দ্রনাথ ছিলেন অসম্প্রদায়িক চেতনা কবি -ভারতীয় হাই কমিশনার

Dutta
September 8, 2020 7:17 pm
Link Copied!

রবীন্দ্রনাথ ছিলেন অসম্প্রদায়িক চেতনা কবি। তাঁর দেখানো পথ অনুস্মরণ করে এগিয়ে যাবে ভারত-বাংলাদেশ। বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতি রিভা গাঙ্গুলী।
আজ মঙ্গলবার সকালে নওগাঁর আত্রাইয়ের গান্ধী আশ্রম পরিদর্শন শেষে রবিতীর্থ পতিসর গিয়ে এসব কথা বলেন।
পতিসরে পৌঁছালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত কালীগ্রাম রবীন্দ্রনাথ ইনস্টিটিউশনের চেয়ারম্যান, রবীন্দ্রস্মৃতি সংগ্রাহক ও গবেষক এম মতিউর রহমান মামুন তাঁকে সন্মাননা প্রদান করেন। এ সময় তিনি আরও বলেন, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এখন সোনালী অধ্যায় পার করছে।
দু’দেশর সরকার মিলিত ভাবে অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে যা অতিতের চেয়ে অনেক বেশি। আমরা আশা করি ভারত বংলাদেশের সম্পর্ক অটুট থাকবে। দুই দেশের মানুষ, ভাষা, সংস্কৃতির অনেক মিল রয়েছে। আমরা একে অপরের সমন্বয়ে নানামুখী উন্নয়নমূলক কাজ করতে সফল হচ্ছি।
রীভা গাঙ্গুলি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধি দুজনেই ছিলেন অসাম্প্রদায়িক চেতনার, সেই চেতনা ধারন করে সম্প্রীতির বন্ধনে এগিয়ে যাবে ভারত-বাংলাদেশ। দু’দেশের সম্পর্ক উন্নয়নে রবীন্দ্রনাথ ও মহাত্মাগান্ধীর অসামান্য অবদানের কথা শিকার করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে রাজশাহী বিভাগের নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতালা আত্রাই থানার অফিসার ইনচার্জ মোসলেম উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
http://www.anandalokfoundation.com/