13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অর্ধনারীশ্বরের পূজা করে নজির গড়লেন রূপান্তরকামীরা

admin
October 6, 2019 12:16 pm
Link Copied!

কলকাতা জুড়ে উৎসবের মরশুম। কোথাও থিমের পুজো কোথাও সাবেকি আনার মদ্ধ্যে পশ্চিমবঙ্গের রূপান্তরকামী গোষ্ঠীরা নজির গড়ছেন  নতুন দৃষ্টিভঙ্গিতে অর্ধনারীশ্বরের পূজা করে ।

শিব ও পার্বতীর সমন্বয়ে তৈরি প্রতিমার একদিক হলুদ রঙের দেবী দুর্গা, অন্যদিকে শিব। পুরুষ ও নারীর মিলিত রূপের এই পূজায় মেতেছেন রূপান্তরকামীরা। ভোগ, আরতি, ঢাক, বাদ্যিতে কোথায় কমতি নেই পুজোতে।  সাজ গোজ থেকে শুরু করে কোথাও পিছিয়ে নেই রূপান্তরকামী গোষ্ঠীর এই পুজো।

এই সংগঠনেরই সদস্য রঞ্জিতা সিনহা জানান, সুপ্রিম কোর্ট ৩৭৭ ধারা বিলোপ করেছে। কিন্তু এখনও আমরা স্বাস্থ্য ও শিক্ষা সম্পর্কিত পরিষেবা পাই না ঠিক মতো। আমরা অর্ধনারীশ্বরকে পুজো করছি কারণ যাতে আমরা আমাদের অধিকারগুলি অর্জন করতে পারি। এই মূর্তি খুবই ব্যতিক্রমী, যা সচরাচর দেখা যায় না। আর এই পুজোতেই আমাদের গোষ্ঠীর সকলে এক জায়গায় মিলিত হই। আনন্দ করি।

দুর্গা পুজা মানে সকলের মিলন মেলা, আনন্দ ক্ষেত্র। আমরা বাই এই কদিন একসাথে হয়ে অনেক আনন্দ করি। আর এবার মায়ের কাছে চাইলাম যেন আমাদের চাওয়া পাউয়া গুলো সরকার পুরন করে।

http://www.anandalokfoundation.com/