13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অর্থনৈতিক সংকটে, শ্রীলঙ্কায় একযোগে ২৬ মন্ত্রীর পদত্যাগ

Link Copied!

অর্থনৈতিক সংকটে বিধ্বস্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার বাকি ২৬ সদস্য পদত্যাগ করেছেন।

রোববার (৩ এপ্রিল) গভীর রাতে এক বৈঠকের পর তারা একযোগে পদত্যাগ করেন।

এ দিকে কারফিউ সত্ত্বেও সরকারবিরোধী বিক্ষোভ বেড়েছে।

গুণবর্ধন বলেন, সব মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন যেন প্রেসিডেন্ট নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন। ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটের কারণে জনগণের ক্ষোভের মুখে যারা পদত্যাগ করেছেন, তাদের মধ্যে প্রভাবশালী রাজাপাকসে পরিবারের তিন সদস্য রয়েছেন।

রাজাপাকসে পরিবারের ছোট ভাই অর্থমন্ত্রী বাসিল, বড় ভাই কৃষিমন্ত্রী চামাল ও পরিবারের সন্তান ক্রীড়ামন্ত্রী নামাল পদত্যাগ করেছেন।

http://www.anandalokfoundation.com/