13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কথা রেখে ২৯ বছর পর অযোধ্যা গিয়ে ভুমি পুজোর মাধ্যমে নয়াযুগের সূচনা করলেন মোদী

Rai Kishori
August 5, 2020 4:00 pm
Link Copied!

ভারত প্রতিনিধিঃ মাত্র ৮ সেকেন্ড শুভ মুহূর্ত। ঘড়ির কাঁটা দেখে শুভ সময় শেষ হওয়ার আগেই শেষ হয় পুজো। ঐতিহাসিক এ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল রামমন্দিরের।

দীর্ঘদিনের লড়াইয়ের অবসান। তৈরি হল নয়া এক যুগের। গোটা রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে ভূমিপুজো করলেন প্রধানমন্ত্রী মোদী। পুজোয় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছিলেন মোহন ভগবত। এছাড়াও ছিলেন সাধু-সন্তরা। গনেশ পুজো দিয়ে শুরু হয় ভূমিপুজো।

আজ বুধবার মাত্র ৩২ সেকেন্ডের জন্য স্থায়ী হয় পূন্য লগ্ন। ১২ টা ৪৪ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২ টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ড পর্যন্ত সেই মহরত স্থায়ী থাকবে। আগেই জানানো হয়েছিল।

ঘড়ির কাঁটা দেখে ঠিক ১২ টা ৪৪ মিনিটে শুরু হয় বিশেষ পুজো। শুভ সময় শেষ হওয়ার আগেই শেষ হয় পুজো। সেখান থেকে প্রধানমন্ত্রী মোদী সোজা চলে যান মূল মঞ্চে।

নির্ধারিত সময়ে এদিন অযোধ্যায় আসেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সোজা চলে যান হনুমান-গড়িতে। সেখানে আরতি করেন। এরপর সেখান থেকে চলে যান রামলালার অস্থায়ী মন্দিরে। পারিজাত বৃক্ষ ও রোপণ করেন তিনি।

রামলালা মন্দিরে পুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম জন্মভূমিতে ষাষ্ঠাঙ্গে প্রণাম করলেন তিনি। সেখান থেকে সরাসরি ভূমি পুজোর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী।

দীর্ঘদিন তাঁবুতে থেকেছেন ভগবান শ্রী রাম। অবশেষে তাঁর জন্য তৈরি হচ্ছে বিরাট মন্দির। রাম মন্দিরের ভূমি পূজনে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১৯৯১সালে শেষ বার অযোধ্যায় গিয়েছিলেন মোদী। মোদী বলেছিলেন, ‘যেদিন রাম মন্দির হবে আবার সেদিন আসব, এর আগে নয়।’ তাঁর কথায়, কথা রেখেছেন মোদী। রাম মন্দিরের জন্যই ২৯ বছর পর অযোধ্যায় এলেন প্রধানমন্ত্রী।

http://www.anandalokfoundation.com/