দি নিউজ ডেস্কঃ আজ ১১জানুয়ারী। বিশেষ কোনো দিন নয়। তবে একজনের জন্য দিনটি বিশেষ। তিনি জাতীয় ও আন্তর্জাতিক অনলাইন সংবাদমাধ্যম দি নিউজ ডটকম পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী। অনলাইন পত্রিকার অন্যতম স্বপ্নদ্রষ্টা। ১১ জানুয়ারী ১৯৭৬ সালে তিনি পৃথিবীর মুখ দেখেছিলেন। পৃথিবীর মুখ দেখলেও মায়ের মুখ দেখেছিলেন মাত্র ১.৫ বছর বয়স পর্যন্ত।
আজ বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে জনপ্রিয় অনলাইন পত্রিকা দি নিউজ। দি নিউজের সেই উজ্জীবিত সৃষ্টিশীল প্রিয় মানুষটিকে দি নিউজ পরিবারের সকলের পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা।
তিনি যেন আজীবন বেঁচে থাকেন তার মহৎ কাজের মধ্য দিয়ে। তিনি যেন তার মহৎকর্ম ও সকলের জন্য দেখা মহৎস্বপ্নগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই প্রার্থনা পরম করুনাময়ের কাছে।
দি নিউজের প্রতিনিধিরা বলেন, কি বলে শুভকামনা জানাবো ভাষা নেই, তবুও বলি, ”আমি এক স্বপ্নের ফেরিওয়ালা আর স্বপ্ন দেখতেও সাহস লাগে। আমাদের স্বপ্নযাত্রায় অভিভাবিকের জায়গায় আপনি আসায় নিজেকে এখন কিছুটা ভারমুক্ত মনে করি।”
নিজের জন্মদিনের পাশাপাশি দি নিউজের জন্মদিনে তিনি বলেন, দি নিউজ সত্যের প্রতীক। আমরা সত্যের পথে আছি। সত্য সংবাদে নির্ভীক থাকায় দি নিউজ আজ দেশের জনপ্রিয় অনলাইন পত্রিকা। তাই সত্যের পথে থাকব। এই প্রতীক নিয়ে আমরা এগিয়ে যাব।
প্রকাশক আরো বলেন, পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসাতে শুধু বাংলাদেশের মানুষই নয়, বহির্বিশ্বের মানুষও দি নিউজকে অনেক ভালোবাসে। তাই সততা, সঠিক ও নিরপেক্ষ খবর সকলের কাছে পৌঁছে দেয়া দি নিউজ ও আমার লক্ষ। তাই আমি ও চাই দি নিউজ পরিবারের সকল সদস্য অর্থাৎ সকল প্রতিনিধি যেন এই নীতি মেনে মাথা উঁচু করে বীরের মত চলে।