আরিফ মোল্ল্যা ঝিনাইদহঃ ”মহান বিজয় দিবস উপলক্ষে অনলাইন নিউজ পোর্টাল ডেইলি ”খবর কালীগঞ্জ” এর কুইজ প্রতিযোগীতা-২০১৯” এর বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে কালীগঞ্জ শহরের ভূষণ রোডে পত্রিকার কার্যালয়ে এক ঘরোয়া অনুষ্টানের মাধ্যমে বিজয়ীদের হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয়। ক্রেষ্ট প্রদান করেন খবর কালীগঞ্জ” এর প্রধান সম্পাদক জামির হোসেন ও নির্বাহী সম্পাদক সাবজাল হোসেন।
বাছাইপবের্র লটারীতে বিজয়ী ১ম মোহায়মিনুল হক নিলয়, ২য় দিপ দাস ৩য় শিমুল এবং অচিন্ত বিশ্বাস, নয়ন, সুস্মিতা সেন, অরুপ ঘোষ, রুমি বিশ্বাস, অন্তু মূখার্জি ও অর্ক কে শান্তনা পুরস্কার সহ ১০ জনকে ক্রেষ্ট দেওয়া হয়।
”খবর কালীগঞ্জ” এর বিশেষ প্রতিনিধি আরিফ মোল্ল্যা, বেলাল হোসেন বিজয় ও জুয়েল রানার পরিচালনায় অনুষ্টানের শুরুতেই খবর কালীগঞ্জ’ এর প্রধান সম্পাদক মহোদয় সকল বিজয়ীকে মিষ্টি মুখ করান। এরপর তিনি বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা খবর কালীগঞ্জ এর প্রান। আপনাদের সহযোগিতায় খবর কালীগঞ্জ জনপ্রিয়তা লাভে সক্ষম হবে। শেষে একে একে সবার হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয়। এ সময়ে সান নিউজের সম্পাদক এমদাদুল ইসলাম ইন্তা, সাংবাদিক মতিউর রহমান, রিয়াজ আহম্মেদ ও দিপ্ত দত্ত সহ খবর পরিবারের অন্নান্য সদস্যগন উপস্থিত ছিলেন।