হাজার হাজার বছর ধরে ভারতে সনাতন ধর্মকে শেষ করার চেষ্টা চলেছে কিন্তু তাকে ধ্বংস করা যায়নি। কারণ আমরা সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে চলেছি। ভারত এমন একটা দেশ যেখানে দুনিয়ার সমস্ত দুষ্ট ভাবনার সমাপ্তি হয়। আগামী ১৫ বছরেই অখন্ড ভারত তৈরিতে যে বাধা দিতে আসবে, সেই ধ্বংস হয়ে যাবে। এটাকে কেউ আটকাতে পারবে না। আর যে এর পথের মাঝে আসবে সে ধ্বংস হয়ে যাবে।” এমনটাই দাবি করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
হরিদ্বারে একটি অনুষ্ঠানে গিয়ে এই দাবি করেছেন আরএসএস প্রধান। আরএসএসের আলোচনার কেন্দ্রে বারবারই ঘুরেফিরে এসেছে অখন্ড ভারত তৈরির ইস্যু। এবার সঙ্ঘ প্রধান মোহন ভাগবত এই নিয়ে বড় মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, হিন্দু ধর্মই সনাতন ধর্ম। “আগামী ২০-২৫ বছরের মধ্যেই ভারত অখণ্ড ভারতে পরিণত হবে। কিন্তু যদি আমরা আরও একটু বেশি করে চেষ্টা করি তাহলে স্বামী বিবেকানন্দ ও ঋষি অরবিন্দের স্বপ্নের অখন্ড ভারত ১০-১৫ বছরের মধ্যেই সম্পন্ন হবে।
ভাগবত বলেন, ভগবান কৃষ্ণ যেমন আঙুলে গোবর্ধন পাহাড় উঠিয়ে ছিলেন ঠিক তেমনি সাধু সন্তদের আশীর্বাদে ভারত অখন্ড ভারতে দ্রুত পরিণত হবে। তাকে কেউ আটকাতে পারবে না।
ভাগবত বলেছেন, ভারতের উত্থানের ট্র্যাক এখন দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। এর মাঝে যারা আসবে তারা ধ্বংস হয়ে যাবে। ভারত উত্থানের শীর্ষে উঠতে চলেছে। আর তাকে কোনো ভাবেই রোখা যাবে না। ভারতের উত্থানের রেল ট্র্যাক এখন সঠিক পথে দৌড়াচ্ছে আর বাঁশি বাজিয়ে বলছে যে উন্নতির পথে সবাই যেনো তার সঙ্গী হয়। কিন্তু তাকে যেনো কোনোভাবেই রুখে দেওয়ার চেষ্টা কেউ না করে। সেটা যারা করবে তাকে ধ্বংস হয়ে যেতে হবে।
ভাগবত আরও বলেছেন, ভারত যদি সর্বশক্তিমান দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় তবে তা ধর্মের মাধ্যমেই হবে। কারণ ধর্মই হলো ভারতের প্রধান বিষয় আর ধর্মের উন্নতির মাধ্যমে ভারতে উন্নতি হবে।
সংঘ প্রধান বলেন,আমরা আলাদা আমরা বিভিন্ন। কিন্তু আমরা পৃথক নই। দেশের জন্য আমরা প্রাণ দিতে শুরু করেছি এবং সবাইকে এটা অনুসরণ করতে হবে।” তার কথায়, “আমরা অহিংসার কথা বলব এবং হাতে লাঠিও রাখবো। কারণ এই পৃথিবী শক্তিতেই বিশ্বাসী।”