13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

২৮ জনকে হত্যা করেছে চীনের সিনঝিয়াং প্রদেশের নিরাপত্তা বাহিনী

admin
November 21, 2015 4:41 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: ২৮ জনকে হত্যা করেছে চীনের সিনঝিয়াং প্রদেশের নিরাপত্তা বাহিনী। একটি কয়লা খনিতে রক্তক্ষয়ী হামলার অভিযোগে তাদের হত্যা করা হয়।

সিনঝিয়াং সরকারের ওয়েব পোর্টাল তিয়ানশান’র প্রতিবেদনে বলা হয়, ৫৬ দিনের অভিযানে তাদেরকে হত্যা করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এই প্রথম চীনের কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ পেল।

চীনের গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, “টানা ৫৬ দিনের লড়াইয়ে সিনঝিয়াংয়ে বিদেশি একটি চরমপন্থি দলের কমান্ডারের পরিচালিত একটি ভয়ঙ্কর সন্ত্রাসী দলকে ধ্বংস করা হয়েছে। তাদের একজন আত্মসমর্পণ করেছে এবং বাকি ২৮ জনকে হত্যা করা হয়েছে।”

১৮ সেপ্টেম্বর সিনঝিয়াংয়ের একটি কয়লা খনিতে একদল লোক ছুরি হাতে হামলা চালায়। ওই ঘটনায় অন্তত ৫০ জন নিহত এবং আরও ৫০ জনের বেশি আহত হয় বলে জানিয়েছিল রেডিও ফ্রি এশিয়া।

কিন্তু চীনের কোনো গণমাধ্যমে এ খবর প্রকাশ না পাওয়ায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিল।

http://www.anandalokfoundation.com/