14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

২৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে নজরুল মেলা

admin
October 24, 2016 10:42 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ ‘আমরা সৃজিব নতুন জগৎ, আমরা গাহিব নতুন গান’- এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে তুলে ধরতে দেশে প্রথমবারের মতো নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের আয়োজনে আগামী ২৭ অক্টোবর বৃহস্পতিবার থেকে বাংলা একাডেমিতে শুরু হচ্ছে তিন দিনের নজরুল মেলা। এ মেলায় নজরুলের দর্শন ও তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হবে। নজরুল মেলার এই বৃহৎ আয়োজন উৎসর্গ করা হয়েছে শিল্পী আব্বাস উদ্দীন আহমেদ, ফিরোজা বেগম ও সোহরাব হোসেনকে।

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিষদের সভাপতি উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও অব্বাস উদ্দীন আহমেদের কন্যা ফেরদৌসী রহমান। এতে আরো বক্তব্য রাখেন, মেলার আহ্বায়ক খ্যাতনামা সঙ্গীত শিল্পী ও শিক্ষাবিদ ড. নাশিদ কামাল, পরিষদের সাধারণ সম্পাদক ও ড. আবু হেনা মোস্তফা কামালের পুত্র সুজিত মোস্তফা, শিল্পী শাহীন সামাদ, বুলবুল মহলানবীশ ও ব্র্যাক ব্যাংকের কমিউনিকশন্স প্রধান জারা মাহবুব।

সংবাদ সম্মেলনে মেলার সার্বিক বিষয় তুলে ধরেন ফেরদৌসী রহমান। তিনি বলেন, বহুদিন থেকে নজরুল মেলা করার স্বপ্ন দেখছিলাম। এখন তা বাস্তবে রূপ নিচ্ছে। এর আগে নজরুল সঙ্গীত নিয়ে বৃহৎ আকারের মেলা হয়নি। এখানে দেশের বাইরের শিল্পীরাও আসবেন। তিনি সবাইকে মেলায় আসার আহ্বান জানান।

নাশিদ কামাল বলেন, আমরা বিভিন্ন সংগঠনকে মেলায় আমন্ত্রণ জানিয়েছি। তারা সঙ্গিত পরিবেশন করবে। খিল খিল কাজীর গান দিয়ে অনুষ্ঠান শুরু হবে। মেলায় নজরুলের প্রতিটি বিষয় থাকবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলায় থাকবে নানা আয়োজন।

২৭ অক্টোবর ভোর সাড়ে ৫টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পী আব্বাসউদ্দীন আহমেদ, ফিরোজা বেগম ও সোহরাব হোসেনকে, নিলুফার ইয়াসমিন, রফিকুল ইসলামের গোরস্থানে পুস্পস্তবক অর্পণ করা হবে। সকালে অনুষ্ঠিত হবে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের জেলা শাখার প্রতিনিধিদের সম্মেলন।

ওই দিন সন্ধ্যায় উদ্বোধন করবেন শিল্পী ফেরদৌসী রহমান, কবি-নাতনি খিল খিল কাজী ও অনিন্দিতা কাজী এবং ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন।

প্রথম দিনে পরিষদের পক্ষ থেকে সম্মাননা জানানো হবে শিল্পী ফাতেমা তুজ জোহরা, ড. নাশিদ কামালকে ও সুজিত মোস্তফা। এদিন বিভিন্ন সংগঠনের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করবেন খিলখিল কাজী, অনিন্দিতা কাজী এবং আরমিন মুসা ও ব্যান্ড।

২৮ অক্টোবর দ্বিতীয় দিনে সঙ্গীত পরিবেশন করবেন সুজিত মোস্তফা এবং ২৯ অক্টোবর তৃতীয় ও সমাপনী দিনে নজরুলের গান গেয়ে শোনাবেন ইয়াসমিন মুশতারী।

তিন দিনের মেলায় আব্বাসউদ্দীন আহমেদ এবং সোহরাব হোসেন ও ফিরোজা বেগমের গান নিয়ে দুইটি সিডির মোড়ক উন্মোচন করা হবে। মেলাস্থলে থাকবে বেঙ্গল ফাউন্ডেশন, নিমফিয়া, অ্যাডর্ন পাবলিকেশন্স্, নজরুল ইন্সটিটিউট, এন এস এস পি ও লেজার ভিশনের স্টল।

http://www.anandalokfoundation.com/