মেহের আমজাদ,মেহেরপুর (২১-০৮-১৭): ২১ আগষ্ট শেষ হাসিনার উপর গ্রেনেড হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ছাত্রলীগ ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মেহেরপুর সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার সঞ্চলনায় সমাবেশ বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠানিক সম্পাদক জাব্বারুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক টিটু খান, দপ্তর সম্পাদক সাজেদুর রহমান সেতু, উপজেলা যুগ্ম সম্পাদক আব্বাস আলী, সহ-সভাপতি ফয়সাল রাহাত, প্রচার সম্পাদক আব্দুস সালাম, শহর সভাপতি আরিফ হোসেন, সরকারী কলেজ সভাপতি কুতরত-ই খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।