ডেস্ক রিপোর্ট: জাপানি নাগরিক হিরোয়ি মিয়েতার মরদেহ থেকে ডিএনএ পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করেছেন ফরেনসিক বিভাগের চিকিৎসকরা।
ময়না তদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, মরদেহ গলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। রাসায়নিক পরীক্ষা ফলাফল পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তারা।
শুক্রবার ভোর ৬টার দিকে উত্তরায় ১২ নম্বর সেক্টরের কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ কবর থেকে তোলা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
গত ১৯ নভেম্বর উত্তরা পূর্ব থানায় জাপানি নাগরিক হিরোয়ি মিয়েতা নিখোঁজ রয়েছেন বলে জাপানি দূতাবাসের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে রোববার রাতে একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ।