বাংলাদেশে ২০১১ সালের জনশুমারিতে হিন্দু ছিল ৮ দশমিক ৫৪ শতাংশ। আর ২০১৫ সালের একটা জরিপে দেশের হিন্দু জনসংখ্যা বেড়ে মোট জনসংখ্যার ১০ দশমিক ৭ শতাংশ ছিল। আর এবছর ২০২২ সালে মোট জনসংখ্যার ৭.৯৫% হিন্দু। অর্থাৎ গত ছয় বছরে জনসংখ্যা কমেছে প্রায় ৩ শতাংশ। হিন্দু বান্ধব আওয়ামীলীগ সরকারের অধীনেই হিন্দু সংখ্যা বেশী কমেছে।
জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে ২০১৫ সালে দেশে হিন্দু জনসংখ্যা ছিল ১০.৭% আর ২০২২ সালে ৭.৯৫% । অর্থাৎ গত ৬ বছরে হিন্দু কমেছে ৩%। সংখ্যালঘুবান্ধব আওয়ামী লীগ সরকারের আমলে যদি এমন পরিস্থিতি এমন ভয়াবহ হয়। তাহলে পরিসংখ্যান বলে দিচ্ছে আগামী ১৫ বছরে হিন্দু শুন্য হবে বাংলাদেশ।
এবছর হিন্দু জনসংখ্যা বেশি কমে যাওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানান, শত্রুতা/বিদ্বেষতবশতঃ কিংবা অন্য ধর্মের লোককে শাস্তি দেওয়ার অজুহাতে বাংলাদেশে প্রতিদিন অসংখ্যা নির্যাতন, বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ, মন্দির ভাংচুর, লুট, জোর পূর্বক ধর্মান্তকরণসহ এরকম ঘটনার ১-২% প্রকাশ্যে আসে। আর এসব ঘটনার প্রমাণ হয়েছে অপরাধী সংখ্যাগুরু সম্প্রদায়ের তবুও বিনা অপরাধে বসবাড়ি ধনসম্পদ হারিয়ে শাস্তি পায় সংখ্যালঘু। সংখ্যাগুরু নিজেদের ধর্মের নবীর নামে কুমন্তব্য পোস্ট করেও শাস্তি না পেয়ে দিনদিন অপরাধের প্রবণতা বেড়েই চলেছে। একারনে হিন্দুরা সবসময় আতংকে দিনযাপন করছে।
নাম প্রকাশ না করার শর্তে জানান, ফেসবুক ব্যবহারকারীর আইডি অন্যজন শত্রুতা/বিদ্বেষতবশতঃ কিংবা অন্য ধর্মের লোককে শাস্তি দেওয়ার অজুহাতে হ্যাঁক করে কিংবা একই নামে আরেকটি আইডি তৈরি করে ধর্মীয় অবমাননার পোস্ট দিয়ে ফাঁসিয়ে দিয়ে তার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে আইনের মারপ্যাঁচে জীবন ধ্বংস করে দেওয়া প্রতিনিয়ত চলে আসছে। মাসের পর মাস বছরের পর বছর লাগে প্রমাণ বের হতে। ফেইসবুক হ্যাকের প্রমাণ হলেও বাড়ীঘর সম্পত্তির ক্ষতিপূরণতো দুরের কথা তাকে জেলে পচে মরতে হয়। আর যিনি বিদ্বেশবশতঃ ফেইসবুক হ্যাঁক করে নিজের ধর্মের বা প্রিয় নবীর নামে কটুক্তি করেও তিনি ধরা ছোঁয়ার বাইরে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছেন। কারণ একটাই, বাংলাদেশে তারা সংখ্যাগুরু। বাংলাদেশের ভুমিপুত্ররা তাদের কাছে আমানত। যাকে বাংলাভাষায় বলা যায় হিন্দুরা তাদের কাছে আশ্রিত, দয়ার পাত্র। তারা হিন্দুদের বাংলাদেশে দয়া করে রেখেছে বলে এখনো গুঁটি কয়েক টিকে আছে নতুবা তারা চাইলে এভাবেই ফাঁসিয়ে নিমেষেই পিষে মারতে পারে।
বাংলাদেশে যত আক্রমণ, ভাঙচুর হয় তার ১-২% প্রকাশ্যে আসে। এর মধ্যে গত ১০ বছরের কয়েকটা উল্লেখযোগ্য কয়েকটা ঘটনার কথা তুলে না ধরলেই নয়-
১। কক্সবাজারের রামুতে হামলাঃ ২০১২ সালের ২৯শে সেপ্টেম্বর উত্তম বড়ুয়া নামে এক তরুণের ফেইসবুকে ইসলাম ধর্মগ্রন্থ কোরান ও নবীকে অবমাননা করে পোস্ট দিয়ে স্থানীয় মুসলমানদের কয়েকটি দল রামুতে ১৯টি বৌদ্ধ মন্দির(প্যাগোডা) ধ্বংস ও ক্ষতি গ্রস্থ করে। তাদের শতাধিক বাড়িঘরে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। নারকীয় হামলার মধ্যে আপসে একটি মামলা নিষ্পত্তি হয়। বাকি ১৮ মামলার একটি বিচারও এখনো শেষ হয়নি। কবে হবে, আদৌ হবে কিনা সেটা জানা নেই। সব কটি মামলায় উত্তমসহ ৯৯৫ জনকে আসামি করা হয়। ন্যাক্কারজনক এ ঘটনায় দায়ীরা কেউ শাস্তি পায়নি। ঘটনার পর থেকে উত্তমের খোঁজ নেই। তিনি বেঁচে আছেন,নাকি মারা গেছেন নাকি গুম হয়েছেন জানে না পরিবার, তার স্ত্রী রিতা বড়ুয়া বা আত্মীয়স্বজনরা।
২। পাবনার সাথিয়ায় সাম্প্রদায়িক হামলাঃ ২০১৩ সালের ১ নভেম্বর শুক্রবার পাবনা সাঁথিয়ার বনগ্রাম সাহাপাড়ার দশম শ্রেণির ছাত্র রাজীব সাহার (১৭) ফেইসবুক পাতায় মহানবীকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ার পর রাতে উত্তেজনা দেখা দেয়। রাজীব সাহার বাড়িসহ স্থানীয় হিন্দুদের অন্তত ৩৫টি বাড়ি, তিনটি মন্দির ও ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালানো হয়। এতে আতঙ্কিত হিন্দুরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। ওই ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে। এর আগে হামলার রাতেই কথিত কটূক্তিকারী রাজীব সাহার বাবা বাবলু সাহা ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ২০০/৩০০ জনের বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেন। তিন মামলায় তখন মোট নয় জনকে গ্রেপ্তারকরা হলেও সবাই জামিনে মুক্ত হয়ে বীরদর্পে ঘুরে বেরাচ্ছেন।
৩। নাসিরনগরে হামলাঃ ২০১৬ সালের ৩০শে অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় পেশায় জেলে,রসরাজ নামক এক ব্যক্তির নামে ফেইসবুকে একটি ইসলামবিদ্বেষী ছবি পোস্ট করার অভিযোগে ঐ গ্রামের আটটি হিন্দু পাড়ায় ৫টি মন্দির ও তিন শতাধিক বাড়িঘর ভাংচুর করা হয়। ভাংচুর হয় রসরাজের বাড়িও। রসরাজকে বেধড়ক পিটিয়ে পুলিশে দেয় শান্তির ধর্মের লোক। স্থানীয় এমপি ও সরকারের তখনকার মৎস্য ও পানিসম্পদ মন্ত্রী প্রয়াত ছায়েদুল হক হিন্দুদের সম্পর্কে তার কথিত কটু মন্তব্যের জন্য উল্টো রোষের মুখে পড়েছিলেন। এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উস্কানির অভিযোগ রয়েছে।
ঘটনার আড়াই মাস পরে জামিনে বের হয়েছিলেন রসরাজ। তিনি বলেছিলেন ফেইসবুক চালাতে জানেন না। পাসওয়ার্ড কাকে বলে সে নিয়েও কোন ধারণা নেই তার। যে পোস্টটিকে ঘিরে এত ঘটনা সেটিও পরে আর পাওয়া যায় নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূইয়া জানান,ফরেনসিক রিপোর্ট অনুযায়ী রসরাজ দাসের মোবাইল থেকে ধর্ম অবমাননার ছবি আপলোডের কোনও প্রমাণ পাওয়া যায়নি। ফরেনসিক রিপোর্ট আদালতে জমা দেওয়ার পর ২০১৯ সালের ১৬ জানুয়ারি বিচারক রসরাজকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
রসরাজ ফেইসবুক বুঝে না তবুও তার নামে পোস্ট করে গ্রামের আটটি হিন্দু পাড়ায় ৫টি মন্দির ও তিন শতাধিক বাড়িঘর ভাংচুর করে রসরাজকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিয়ে এত বছর মামলার ঘানি টেনে প্রমাণ হলো তিনি পোস্ট দেয়নি। যিনি এত বড় ক্ষতি করলেন তাকে খোঁজা দুরের কথা পোস্টটি হাওয়ায় উড়ে গেল। কি দারুণ আইন যা শুধুমাত্র সংখ্যালঘুর শাস্তির বিধানে প্রযোজ্য।
৪। রংপুরের গঙ্গাচড়ার ঘটনাঃ ২০১৭ সালের ১০ নভেম্বর,রংপুরের গঙ্গাচরায় টিটু রায় নামে এক ব্যক্তির ফেইসবুক থেকে মহানবী(সা.) অবমাননা করে একটি স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ হন স্থানীয় মুসলমানরা। মাইকিং করে মানববন্ধন শেষে হঠাৎ করে আশেপাশের গ্রাম থেকে শতশত মানুষ মিছিল নিয়ে হিন্দুপাড়ায় হামলা চালায়। পুলিশের গুলিতে সেদিন একজন নিহত হয়। অবমাননার অভিযোগের মামলায় টিটু রায়কে গ্রেফতার করা হয়। তবে তিনি এখন জামিনে রয়েছেন। এ ঘটনায়ও প্রমাণ হয়নি টিটু রায় পোস্ট দিয়েছিল।
৫। সিলেটের ওসমানীনগরেও সেই ফেসবুক স্ট্যাটাসঃ ২০১৯ সালের জুনে ঈদের নামাজের পর হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে সিলেটের ওসমানীনগরে। সনাতন ধর্মের এক নারীর মৃত্যুর পর সৎকার নিয়ে হিন্দু ও মুসলিমদের কয়েক ব্যক্তির মধ্যে মত বিরোধ হয়। পরে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির নামে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে এমন কিছু পোস্ট দেয়া হয় যা নিয়ে মুসলিমদের একটি অংশ ক্ষোভ প্রকাশ শুরু করে। এর জের ধরে কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। এঘটনায়ও ফেইসবুকের ভূয়া পোস্টকারী শাস্তি পায়নি।
৬। ভোলার বোরহানউদ্দিনঃ ২০১৯ সালের ২০ অক্টোবর রবিবার ভোলার বোরহান উদ্দিন উপজেলায় বিপ্লব চন্দ্র শুভ নামের ফেইসবুকে নবীকে(সা.) নিয়ে কটুক্তি করে একটি পোস্ট নিয়ে গ্রামবাসীর তৌহিদী জনতা’র ব্যানারের সাথে পুলিশের সংঘর্ষে চারজন নিহত এবং ১০ জন পুলিশ আহত হয়।
বিপ্লব চন্দ্র শুভ সেদিনই স্থানীয় থানায় গিয়ে তার আইডি হ্যাক হয়েছে এবং কে বা কারা সেখানে স্ট্যাটাস দিয়েছে বলে অভিযোগ করেন। পুলিশ শুরুতেই জানিয়েছে,তারা এটি উদঘাটন করতে সক্ষম হয়েছে যে ভোলার বোরহানউদ্দিনে একজন হিন্দু ব্যক্তির বিরুদ্ধে মুসলমানদের নবী মোহাম্মদকে অবমাননার অভিযোগ তোলা হলেও এটি করেছেন দুজন মুসলিম। তাদের সাময়িক আটক করা হলেও মুসলিম হওয়ার কারণে কোন শাস্তি দেয়া হয়নি। মুসলিম হয়ে নিজেদের নবীকে নিয়ে এমন ঘৃণ্য পোস্ট দেওয়ার অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে শিক্ষা পেত। এমন ঘটনার পুনরাবৃত্তি কম ঘটতো।
৭। পিরোজপুর জেলার মঠবাড়িয়াঃ ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি,মঠবাড়িয়া উপজেলার ছোট শিংগা গ্রামের বিপুল ঘরামির পুত্র অরুণ ঘরামিকে ইসলাম বিরোধী মন্তব্য করার অভিযোগে বাড়িঘর ভাংচুর করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাসুদুজামান বলছে, তাঁর বিরুদ্ধে ইসলাম অবমাননার প্রমাণ পাওয়া যায়নি। তবে সন্দেহের কারণে বাংলাদেশ দণ্ডবিধির ৫৪ ধারায় তাঁকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে প্রেরণ করেছে। অরুণ এখনো জেলেই আছে।
৮। মানিকগঞ্জের রনিঃ ২০২০ সালের ৩ মে,মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের ছাত্র রনি সত্যাথী(২২)নবীজীকে নিয়ে কটুক্তিমূলক শব্দ লেখার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। এর আগের দিন ২ মে,অভিযুক্ত রনি সত্যার্থী সিঙ্গাইর থানায় নিজের দোষ অস্বীকার করে সাধারন ডাইরি করার জন্য গিয়ে বলেছিলেন,এক মুসলিম মেয়ে তাকে প্রেমের প্রস্তাব দেয় রনি প্রত্যাখ্যান করলে মেয়েটি বলে তাকে দেখে নেবে। কিন্তু থানার ওসি তার ডাইরি গ্রহন না করে বাড়ি পাঠিয়ে দেয়। চন্দনপুর গ্রামের ক্ষুব্ধ মুসলিম জনতা রনির বাড়িঘরে হামলা করে ক্ষতিসাধন করে। এই ঘটনায় হিন্দু বাড়িতে হামলার তদন্ত না করে উল্টো হিন্দু ছাত্রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিয়ে মানবাধিকার ক্ষুণ্ণ করেছে। কারণ এঘটনাও প্রমাণ হয়েছে যে রনি নিজে ফেইসবুক এমন পোস্ট দেয়নি। ২০২২ সালের মে মাসে ছেলে আটকের ২ বছর পর রনির মা-বাবা বাধ্য হয়ে ঢাকা প্রেসক্লাবের সামনে ফুটপাতে দিন রাত এক করে বসে থেকে অনশণ করেন ছেলের মুক্তির জন্য।
৯। ২০২১ সালে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঝুমন দাসঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে কথিত ফেসবুকে কটূক্তির জেরে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে তার সমর্থকরা হামলা চালিয়েছে। এ সময় গ্রামের পাঁচটি মন্দিরসহ শতাধিক বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে। নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন নামের এক তরুণের ফেসবুক আইডি থেকে মাওলানা মামনুল হককে কটাক্ষ করে পোস্ট দেয়ার পর ২৩ মার্চ মঙ্গলবার রাতে স্ট্যাটাস দানকারী ঝুমন দাস আপনকে আটক করা হয়। ২৪ মার্চ বুধবার সকালে কাশিপুর গ্রামের মসজিদের মাইক থেকে নোয়াগাঁও গ্রামে গিয়ে হামলা চালানোর ঘোষণা দেওয়া হয়। সবাইকে সে গ্রামে একত্র হয়ে যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়। এমন খবর পেয়ে আবারও ৯৯৯ নম্বরে পুলিশকে জানানোর হলেও পুলিশ ও উপজেলা চেয়ারম্যানের ঘটনাস্থলে এসে শান্ত করার চেষ্টার মধ্যেই মামুনুল হকের সমর্থনে হাজার হাজার লোক সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ৮৮টি পরিবারের বসতঘর ও ৭টি পারিবারিক মন্দির ক্ষতিগ্রস্ত করে। এই ঘটনায় আতককৃত ঝুমন দাস আপন পরে নিজের লেখায় বর্ণনা করেছেন জেলে কি বীভৎস দিন পার করতে হয়েছে তাকে। প্রতিমুহূর্তে প্রাণহানির আশঙ্কা, ভয় আতঙ্ক মনে। এ ঘটনায় ঐদিন সন্ধ্যায় শাল্লা থানায় দুটি মামলা হয়। একটি মামলা করে শাল্লা থানার পুলিশ। থানার উপপরিদর্শক আবদুল করিম বাদী হয়ে দায়ের করা ওই মামলায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
আরেকটি মামলা করেন নোয়াগাঁও গ্রামের বাসিন্দা স্থানীয় হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার। ওই মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে আরও প্রায় ১ হাজার ৫০০ ব্যক্তিকে আসামি করা করা হয়েছে। শহিদুল ইসলাম ওই মামলার ১ নম্বর আসামি।
১০। ২০২১ সালে দুর্গা পূজায় ইচ্ছাক্রিতভাবে মন্দিরে কোরান রেখে পরিকল্পিত হামলাঃ ২০২১ সালের ১৩ অক্টোবর দুর্গাপূজার অষ্টমীতে কুমিল্লার নানুয়ার দিঘীর উত্তর পাড় দর্পন সংঘের অস্থায়ী মণ্ডপে মুসলিম যুবক ভোরবেলা হনুমান জির পায়ের ওপর কোরান রেখে মুসলিম যুবকদের গ্রুপ কথিত ‘কোরআন অবমাননার’ অভিযোগ তুলে, ভিডিও করে ভাইরাল করে অত্র এলাকার পাশাপাশি ১৭টি মন্দিরে হামলা,ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর পর দেশের বিভিন্ন জেলায় শতাধিক মন্দিরে ও পূজামণ্ডপে হামলা ও ধ্বংসযজ্ঞ চালায়। তা ঠেকাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষও বাঁধে। এর মধ্যে ১৩ অক্টোবর হাজীগঞ্জের লক্ষ্মীনারায়ণজি আখরায় আক্রমণ চলাকালে মানিক সাহা নামে একজন মৃত্যুবরণ করেছেন।
এরপরের দিন “১৫ অক্টোবর নোয়াখালীতে বিজয় পূজামণ্ডপের সদস্য যতন সাহাকে সাম্প্রদায়িক হামলাকারীরা পিটিয়ে মেরে ফেলেছে। ইসকন মন্দিরের মলয় কৃষ্ণ দাসের মাথায় আঘাত করে তাকে নির্মমভাবে খুন করেছে।” এছাড়া ইসকন মন্দিরের সামনের পুকুরে আরও এক ভক্তের লাশ ভেসে উঠার কথাও জানা যায়। এসব হামলার ঘটনায় ৪ জন নিহত ও কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন বলে জানান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা রানা দাশগুপ্ত।
এই ঘটনা বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে ব্যপক সাড়া ফেললে কিছু তদন্ত হয়। তাতে দেখা ও জানা যায় কারা এই ঘটনার পরিকল্পনা ও পুরো নাটক করে হামলা ভাংচুর ও হত্যা করে। কিন্তু কোরান রাখা ব্যক্তিকে পাগল সাজিয়ে ছাড় দেওয়া হয় আর বাকিদের কিছুই করা হয় না। একটা কথা না বললেই নয়। এসব আক্রমণের তথ্য ভাইরাল হলে কোন কোন ঘটনায় কিছু তদন্ত হয়। প্রত্যেকটা তদন্তে প্রমাণ হয় পেছনে রয়েছে মুসলিমরা এবং শেষে তাকে বাঁচাতে বলা হয় সে পাগল।
১১। ২০২১ সালের নভেম্বরে খুলনার চালনায় ত্রাসঃ ২০২১ সালের নভেম্বর মাসে খুলনার দাকোপ উপজেলার লক্ষিখোলায় বিষ্ণু ঢালী নামের এক কৃষকের মোবাইল দিয়ে কাবা শরীফে লাথি দেওয়া হচ্ছে এমন পোস্ট শেয়ার হয়। তার কয়েক ঘণ্টার মধ্যে কয়েকশত মুসলিম এসে এমন হামলা, মারপিঠ ও ভাংচুর করে যে আশে পাশে ২- কিমির মানুষের মনে আতঙ্ক শুরু হয়। দাকোপ থানার পুলিশ এলাকা সামলাতে না পেরে তৎক্ষণাৎ খুলনা থেকে ২-৩শত পুলিশ এনে পুরো এলাকা পাহারা দিতে হয়। যেসব হিন্দু বাড়ি একটু বড়, যাদের বাড়ি মন্দির আছে, যাদের বাড়ি রাস্তার পাশে প্রতেকে পুরো রাত আতঙ্কে নির্ঘুম রাত কাটায় এবং মন্দির, বাড়ি পাহারা দিতে থাকে। বিষ্ণুকে এমন মারা হয় প্রতেকে মনে করে তার ১টা চোখ তো নষ্ট হয়েই গেছে হয়তো বিষ্ণু নিজেও বাঁচবে না। বাংলাদেশের জনপ্রিয় নিউজ পোর্টাল দ্যা নিউজ সেই রাতেই এই ঘটনার নিউজ পাবলিশ করলে ভোর হতে না হতেই হুমকি মূলক ফোন কল আসতে শুরু করে। পরেরদিন ঘটনাস্থল পরিদর্শন করতে দ্যা নিউজ টিম গেলে বিষ্ণু ঢালীর স্ত্রীর ভিডিও সাক্ষাতকারে বলেন, আমার স্বামী স্মার্টফোনের কিছুই বোঝে না। ফেসবুক তো দুরের কথা এই মোবাইলে কল এলে সে ঠিকমত রিসিভ করতেও পারে না। একে তাকে দিয়ে রিসিভ করায়। আমার স্বামী শখ করে মোবাইলটা কিনেছে। সারাদিন তার এই মোবাইল সবাই নেয়। ফেসবুক একাউন্ট ও অন্যরা খুলে দিয়েছে। কোন পোস্ট বা শেয়ার কিভাবে করতে হয় তা আমার স্বামী কিছুই বোঝে না।
১২। ২০২২ সালের জুলাই মাসে সেই একই ধাঁচে নড়াইলে প্রিপ্লান্ড কটূক্তি ও হামলাঃ ২০২২ সালের ১৫ জুলাই(শুক্রবার) বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের সাহা পাড়ায় ধর্ম অবমাননার অজুহাতে হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের লোক বিক্ষোভ মিছিল বের করে ১১ বাড়িতে আগুন লাগিয়েছে এবং দুই শতাধিক বাড়ি লুট পাট ভাংচুর করে হিন্দু নারীদের সম্ভ্রম হানি করেছে। ধর্ম অবমাননার অভিযোগে আকাশ সাহাকে না পেয়ে তার বাবা অশোক সাহাকে পুলিশ গ্রেফতার করলেও বাঁচাতে পারলোনা দুইশতাধিক হিন্দু বাড়ী ও হিন্দু নারীদের সম্ভ্রম। পরবর্তীতে আকাশ সাহাকেও গ্রেফতার করে পুলিশ। এ হামলার ঘটনায় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন এসআই মাকফুর রহমান। আকাশ সাহার নামে ফেসবুকে ভূয়া আইডি খুলে ইসলাম ধর্ম ও হযরত মোহাম্মদ (সঃ) ও ইসলামের নামে কটুক্তি পোস্ট দেয়া আসল ব্যক্তি মোঃ জাহাঙ্গীর ইসলামকে ২৫ জুলাই গ্রেফতার করেলেও অন্য মামলায় জড়িয়ে দিয়েছে পুলিশ। তবুও অপরাধ না করেও জেলের ঘানি টানছে আকাশ সাহা ও তার পুত্র অশোক সাহা।
২০১২ সাল থেকে এ ধরনের গুজবের ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে,সব ঘটনায় একই অপকৌশল প্রয়োগ করা হলেও বার বার এক্সপিরিমেন্টে সফল হওয়ার ফলে এখন তারা একেকটা ঘটনার সিস্টেম বদলাচ্ছেন। যেমন কোরান অবমাননা, নবীকে নিয়ে কটূক্তি, ইসলাম নিয়ে কটূক্তি শেষে সবাই পাগল। কিছু কিছু ঘটনায় দেখা যায় পাগল কি দারুন অভিনয় করে যে বোঝার উপায় নেই অথচ পাগলের ২-৩টা বউ আছে। এরা উদ্দেশ্য হাসিলের জন্য ধর্মের মতো স্পর্শকাতর বিষয়কে ব্যবহার করছে। সরকার এর কারণ খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ায় দিন দিন বেড়েই চলেছে।
সংখ্যালঘু নির্যাতনের ঘটনা থামাতে হলে প্রয়োজন আইনের যথার্থ প্রয়োগ। দেশে ঘটা এ ধরনের ঘটনার পর তা নিয়ে ব্যাপক আলোচনা ও রাজনীতি হয়, কিন্তু বিচার হয় না৷ ফলে থামছে না নির্যাতনের ঘটনাও৷ নেপথ্যে ক্ষমতাসীনরা জড়িত থাকায় তাদেরকে আইনের আওতায় আনা যায় না।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএসের জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদনে দেশে হিন্দু জনসংখ্যা কমে যাওয়ার দুটি কারণ উল্লেখ করা হয়। প্রথমত, হিন্দুদের আউট মাইগ্রেশন হচ্ছে, অর্থাৎ হিন্দুরা দেশ ছাড়ছে। দ্বিতীয়ত, হিন্দু জনগোষ্ঠীর মধ্যে মোট প্রজনন হার বা টোটাল ফার্টিলিটি রেট তুলনামূলক কম। অর্থাৎ হিন্দু দম্পতিরা তুলনামূলকভাবে কম সন্তান জন্ম দেন।