সচেতন হিন্দু সমাজের আহ্বায়ক ২৯ সেপ্টেম্বর রবিবার এক বিবৃতিতে বলেছেন হিন্দুদেরকে একমাত্র জাতীয় পার্টি সরকার ছাড়া অন্য কোন সরকার আমলে তেমন কিছুই পায়নি। জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে হিন্দু সম্প্রদায়ের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নিয়েছিলেন পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ।
তিনি আরো বলেন, জাতীয় পার্টি সরকারের পরবর্তী সময় যারাই ক্ষমতায় এসেছেন হিন্দু সম্প্রদায়ের উপরে সরকার দলীয় লোকজন জোর পূর্বক জমি দখল, হামলা, নির্যাতন, ভাংচুরসহ মঠ- মন্দিরে হামলাসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেগুলোর কোন সঠিক বিচার আজ পর্যন্ত হয়েছে বলে আমার জানা নাই।
হিন্দু সম্প্রদায়ের জন্য জাতীয় পার্টি সরকার আমলে যেসকল সুযোগ সুবিধা করে দিয়েছিলেন তার মধ্যে উল্লেখ্য-
বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে মেধাবীদের অগ্রাধিকার শত্রু সম্পত্তি রহিতকরণ দেবত্বর সম্পত্তি দখলমুক্ত করে রক্ষার জন্য উদ্যোগ ভগবান শ্রী কৃষ্ণের শুভ জম্মাষ্ঠমীতে ছুটি,মঙ্গল শোভাযাত্রা এবং রাষ্ট্রপতির সাথে ভেচ্ছা বিনিময়ের ব্যবস্থা প্রাচীন তীর্থস্থান লাঙ্গলবন্দের স্নানঘাট নির্মাণের উদ্যোগ মন্দির মেরামতসহ মন্দিরে জল ও বিদ্যুৎ বিল মওকুফ হিন্দুদের সার্বিক কল্যাণের জন্য “হিন্দু কল্যাণ ট্রাস্ট” প্রতিষ্ঠা শারদীয় দুর্গা পূজোয় বোনাস সহ বিভিন্ন সুযোগ সুবিধা
মৃত্যুর আগেও হিন্দুদের জন্য তিনি দাবি করেছিলেন মহান জাতীয় সংসদে হিন্দুদের জন্য ৩০ সংরক্ষিত আসন শারদীয় দুর্গা পূজোর ছুটি বাড়ানোর দাবি হিন্দুদের জন্য সংখ্যালঘু সুরক্ষা আইনের কথাও বলেছিলেন বর্তমানেও তার স্নেহভাজন আপন ছোট ভাই পরিচ্ছন্ন রাজনীতিবিদ দলের মাননীয় চেয়ারম্যান জিএম কাদের মহোদয় রথযাত্রা উপলক্ষে একদিনের ছুটি এবং সংখ্যালঘু সুরক্ষার জন্য সংখ্যালঘু সুরক্ষা আইনসহ সার্বিক চেষ্টা করে যাচ্ছেন।
বাংলাদেশের হিন্দুদেরকে একমাত্র জাতীয় পার্টি ছাড়া ঐভাবে উল্লেখ্য কোনো কিছু কেউ দেয়নি। জাতীয় পার্টিই এখন বাংলাদেশের হিন্দুদের শেষ ভরসা।