স্টাফ রিপোর্টারঃ সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের অগ্রগতি বিবেচনায় নিয়ে, রাজধানীর হাজারীবাগে অবস্থিত সব ট্যানারি কারখানাকে জরিমানা করার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন-পবা।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত নিয়মিত গণশুনানিতে, এই দাবি জানান সংগঠনটির চেয়ারম্যান আবু নাসের খান। এসময় তিনি দাবি করেন, সব ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার পরও নানা অজুহাতে সাভারে যাচ্ছেন না ট্যানারি মালিকরা।
শুনানি শেষে, পরিবেশ রক্ষা ও শিল্পের স্বার্থ বিবেচনায় এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার ইমতিয়াজি হাশমী।