ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্বর্গ হইতে শ্রেষ্ঠ আমার জন্মভূমি বাংলাদেশ

admin
September 23, 2016 11:02 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ ঋষি যুগ নাই বলে না ভাবিও মনে। আসিয়াছে স্বর্ণযুগ যুগাবর্তনে বলে জ্ঞান গর্ভ আলোচনা করলেন যোগী শ্রেষ্ঠ শ্রীমৎ স্বামী শ্রীশ্রী যোগী শংকরানন্দ পুরী গুরু মহারাজ।

অদ্য ২৩ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার সকাল ১০.০০ টায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সন্মেলনে মানব কল্যাণে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তপোবন আশ্রম, দোহাজারী, চন্দনাইশ, চট্টগ্রামের গুরু মহারাজ অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরও বলেছেন শত্রু সম্পত্তি আজও বাতিল হয় নাই। হিন্দু কল্যাণ স্ট্রাস্টে হিন্দু ছাড়া অন্য সম্প্রদায়ভুক্ত কর্মকর্তা-কর্মচারীদেরকে বাতিল করতে হবে।

পরিশেষে তিনি বলেন “জননী জন্ম ভূমিশ্চঃ স্বর্গাদপী গরীয়সী।” মানুষ স্বর্গের আশায় ধর্ম করে। সেই স্বর্গ হইতে শ্রেষ্ঠ আমার জন্মভূমি স্বর্গ হইতে শ্রেষ্ঠ আমার জন্মভূমি।

অন্যান্য বক্তাগণ বলেন ১৯৭২ সাল হতে হিন্দু নির্যাতন, জমি দখল, মঠ মন্দির ভাংচুর, ধর্মান্তর, দেশ হতে বিতারণ এবং হিন্দু জনসংখ্যা নির্ণয় এর সুস্পষ্ট রিপোর্ট ও শ্বেতপত্র পেশ করার জন্য একটি কমিশন গঠনের দাবী করেন।

দেশে মন্দিরের হিন্দু সেবাইত ও পুরোহিতদের হত্যার প্রতিবাদ করেছে এবং সুষ্ঠু বিচার দাবী করেছেন।

http://www.anandalokfoundation.com/