ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং বিআইডব্লিটিএর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিগত ২৪-১২-২০২১ গভীর রাতে অভিযান ১০ লঞ্চে একটি দুর্ঘটনা ঘটে যাতে এখন পর্যন্ত ৪২ জন লোক মারা যায় এবং শতাধিক লোক দগ্ধ হন। এই ঘটনাকে কেন্দ্র করে বিগত ২৫.১২.২০২১ দৈনিক প্রথম আলোতে ” চলন্ত লঞ্চে হঠাৎ আগুন নিহত ৩৮ ” নামক ছাপানো রিপোর্ট উল্লেখ করে মামলা দায়ের করা হয়।
আজ ২৬ ডিসেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে সংশ্লিষ্ট সেকসনে বরগুনার অধিবাসী হিসেবে বাদী হয়ে রিট মামলা দায়ের করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যরিস্টার সৌমিত্র সরদার। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী আনিচুর রহমানসহ অন্যান্য অনেক আইনজীবী রয়েছেন।
রিটে কেন ভিকটিম ফ্যামিলি এবং যারা মৃত এবং জীবিত আছে তাদের সুচিকিৎসা ব্যবস্থার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং কি গ্রহণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই মর্মে ১৫ দিনের মধ্যে মহামান্য হাইকোর্টে রিপোর্ট দাখিলের কথা বলা হয়েছে, এছাড়া বাংলাদেশের সকল যাত্রীবাহী লঞ্চ এবং জাহাজের কন্ডিশন, ফিটনেস এবং লাইসেন্স এর বর্তমান অবস্থা সম্পর্কে রিপোর্ট দিতে ১০ দিনের মধ্যে নির্দেশ দিতে বলা হয়েছে।
এছাড়া অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রত্যেক ফ্যামিলিকে ১০ লক্ষ টাকা জরিমানা হিসেবে দিতে বলা হয়েছে এবং লঞ্চে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে বিবাদীগনের অবহেলা ও ব্যর্থতা কেন বৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল চাওয়া হয়েছে। মামলাটি আগামীকাল হাইকোর্টে শুনানির জন্য তালিকায় থাকতে পারে।