স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর মুরসিয়ায় একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার স্থানীয় সময় ভোর ছয়টায় আটালায়াস এলাকার জনপ্রিয় টিয়েটার নাইট ক্লাবে এই আগুন লাগে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
অনলাইনে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে যে বিল্ডিংয়ের ওপরে আগুন জ্বলছে এবং এর বড় জানালা থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। জরুরি পরিষেবাগুলো নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে এবং তারা সেই সময়ে প্রাঙ্গণে উপস্থিত ছিলেন৷
জরুরি পরিষেবাগুলো বলেছে, দমকলকর্মীরা শেষ পর্যন্ত ৮টার দিকে প্রবেশ করতে সক্ষম হন এবং চারটি মৃতদেহ উদ্ধার করেন। এর ৪০ মিনিট পরে আরও দুটি মৃতদেহ উদ্ধার করেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া আরও চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কী কারণে আগুন লেগেছিল তা স্পষ্ট নয়, ক্লাবটি যখন ব্যস্ত ছিল তখনই আগুন লাগে।
মুরসিয়ার মেয়র হোসে ব্যালেস্তা, অগ্নিকাণ্ডকে ভয়াবহ উল্লেখ করে স্প্যানিশ টিভি চ্যানেলকে জানান, বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধারকারীরা তাদের খোঁজ করছেন। দেশটির পুলিশ বলেছে, যারা মারা গেছে, তারা সবাই লা ফন্ডায় ছিল। ১৪ জনের এখনও হিসাব পাওয়া যায়নি। লা ফোন্ডার ছাদ ধসে পড়েছে, যা ক্ষতিগ্রস্তদের শনাক্ত করে খুঁজে বের করা কঠিন করে তুলেছে।