14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজ থেকে ফিরতি হজ ফ্লাইট

admin
September 28, 2015 10:05 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ আজ সোমবার  থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে।সৌদি আরব থেকে হাজীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র প্রথম ফ্লাইটটি  সোমবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে বলে বাংলাদেশ বিমানের মুখপাত্র বার্তা সংস্থা জানিয়েছেন।

হাজীদের নিয়ে বিমানের ফ্লাইট আগামী ২৮ আক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। ১ লাখ ৭ হাজার ২৯০ জন হজযাত্রীর মধ্যে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান ঢাকা- জেদ্দার মধ্যে ১৪০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করে ৫৪ হাজার ৮৪৫ জন হজযাত্রী বহন করবে। এরমধ্যে নির্ধারিত ৩১টি ফ্লাইটসহ ১০৯টি বিশেষ ফ্লাইট রয়েছে।বাকি হজযাত্রীরা সৌদি এয়ারলাইন্স’র ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ালাইন্স ১৬ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা- জেদ্দার মধ্যে সরাসরি ১৫২টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৫৪ হাজার ৮৪৫ জন হজযাত্রী বহন করে।

 এদিকে, মিনায় পদদলিত হয়ে মারা যাওয়া ৭৬৯ জন হাজির মধ্যে ৬৫০ জনের ছবি প্রকাশ করেছে  সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে তিনজন বাংলাদেশি রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ  রোববার এ কথা বলা হয়েছে।  জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট  জেনারেল-এর কাছ  থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। নিহত বাংলাদেশি তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া  গেছে। তাঁর হলেন খুলনার মো. শহীদুল ইসলাম আর ঢাকার সাভারের আমিনুর রহমান। অন্য আরেকজন পুরুষ হাজিকে বাংলাদেশি বলে শনাক্ত করা হলেও তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে আরেক হাজি ফিরোজা খানমের পরিবারের পক্ষ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ আজ বা আগামীকাল  সোমবার নিহত অন্য হাজিদের ছবি প্রকাশ করতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মিনায় পদদলনের শিকার হয়ে থাকতে পারেন এমন বাংলাদেশি হাজিদের ছবি মক্কায় বাংলাদেশ হজ মিশনে টানিয়ে  দেওয়া হয়েছে। যাতে হজ এজেন্ট, আত্মীয়স্বজন ও পরিচিতজনেরা তাঁদের শনাক্ত করতে পারেন।  মেডিকেল দলগুলো মক্কার বিভিন্ন হাসপাতালে কাজ করছে ও নিখোঁজ হাজিদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও  জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট  জেনারেল হজ মিশনের সঙ্গে মিলে কাজ করে যাচ্ছে। নিখোঁজ হাজিদের বিষয়ে রিপোর্ট করতে অন্য হাজি, তাঁদের সঙ্গী, আত্মীয়স্বজন, হজ গাইড ও এজেন্টদের প্রতি অনুরোধ করা হয়েছে।

হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে গত ২৪  সেপ্টেম্বর মিনায় শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলিত হয়ে মারা যান ৭৬৯ জন আর ৯৩৪ জন হাজি আহত হয়েছেন। গত ২৫ বছরের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহতম দূর্ঘটনা।

http://www.anandalokfoundation.com/