স্টাফ রিপোর্টারঃ চলতি বছরের সেপ্টেম্বরে ১২২টি ধর্ষণের ঘটনাসহ মোট ৪৩২ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ঘটনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সংগঠনটি জানিয়েছে, ১২২টি ধর্ষণের ঘটনার মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন ১৬ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১১ জনকে, এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১২ জনকে। অন্যদিকে অপহরণের ঘটনা চারটি, পতিতালয়ে বিক্রি করা হয়েছে একজনকে, ফতোয়ার শিকার হয়েছেন তিনজন এবং বিভিন্ন নির্যাতনের কারণে ২৬ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে মহিলা পরিষদ।