সিলেট প্রতিনিধিঃ সিলেট নগরীর পাঠানটুলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল্লাহ অন্তরকে (৩৪) গলা কেটে হত্যা করা হয়েছে। আজ বেলা আড়াইটার দিকে তাকে ঘর থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়। পুলিশ জানায়, পাঠানটুলা রাগিব রাবেয়া মেডিকেল কলেজ রোডের ভাড়া বাসায় বসবাস করতেন অন্তর।
দুপুরে তাকে একদল দুর্বৃত্ত ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।