সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইকবালকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ । বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে সিলেটের জালালাবাদ থানাধীন মদিনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত ইকবাল হোসেন (৪৫) কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও কোম্পানীগঞ্জের ইসলামপুর গ্রামের আবদুল মালেক আমিনের ছেলে।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে র্যাব ৯ সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিলেট এর একটি অভিযানিক বৃহস্পতিবার রাতে জালালাবাদ থানাধীন মদিনা মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে যুবলীগের সাবেক সভাপতি ইকবালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইন মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।