14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সিলেটী ছেলেকে বিয়ে করছেন ভারতীয় নায়িকা পাওলি দাম

admin
September 8, 2015 5:58 pm
Link Copied!

ছবির আহমেদ আবির: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০১৫ :: বিয়ে করতে চলেছেন অভিনেত্রী পাওলি দাম। বিয়ের দিন-ক্ষণ এখনও ঠিক না হলেও পাত্র প্রস্তুত। পাওলি নিজেই জানালেন, ছেলেটি বাংলাদেশি এবং সিলেটী। তবে তারা বর্তমানে ভারতের আসাম রাজ্যের গৌহাটিতে বাস করেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে অকপটেই পাওলি দাম স্বীকার করে নিলেন গুয়াহাটিরছেলে অর্জুন দেবের সঙ্গে প্রেম করছেন তিনি এবং খুব শিগগিরই বিয়ে করার কথাও ভাবছেন। আরও বললেন, তার সিলেটী প্রেমিক শুঁটকি মাছ খেতে ভীষণ ভালোবাসেন। বিনোদন জগতের বাইরের এই বাসিন্দার সঙ্গে এক সামাজিক অনুষ্ঠানে পরিচয়। তারপর ধীরে ধীরে তা প্রণয়ে রূপ নেয়। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী

এটাও জানাতে ভুললেন না যে, তার প্রেমিকটি তার চেয়ে বয়সে পাঁচ বছরের ছোট। তবে দুজনের বোঝা-পড়াটা চমৎকার। এমনকি ‘ছত্রাক’ সিনেমায় তার খোলামেলা দৃশ্য নিয়েও বিন্দুমাত্র আপত্তি বা আক্ষেপ নেই। অর্জুনের পরিবারের সঙ্গেও সম্পর্কটা দারুণবলেই জানালেন পাওলি। তাদের সঙ্গে প্রায়ই বেড়াতে কিংবা শপিং করতে যান। হবু বরের বাড়ি গুয়াহাটিতে হলেওবিয়ের পর কলকাতায় থাকবেন পাওলি। তবে বরকে সঙ্গে নিয়ে অনেক জায়গায় ঘুরে বেড়াবেন বলে পরিকল্পনা চলছে বলেও জানালেন। সম্প্রতি মুক্তি পেয়েছে পাওলি অভিনীত ‘নাটকের মতো’ সিনেমাটি। এখন ব্যস্ত রয়েছেন ‘অরণি তখন’ এবং ‘দেবী’ নামে দুটি সিনেমার কাজ ।

http://www.anandalokfoundation.com/