13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনারকে বিদায় সংবর্ধনা

admin
October 12, 2016 10:57 am
Link Copied!

সিংগাপুর প্রতিনিধিঃ  বাংলাদেশ হাইকমিশনার মাহবুবউজজামানকে এক আনন্দঘন আন্তরিক পরিবেশে বিদায় সংবর্ধনা জানালেন সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গাপুরের পার্ক রয়্যাল হোটেলের বলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস চেম্বার (বিডিচ্যাম)

অনুষ্ঠানের শুরুতে বিডিচ্যামের সহসভাপতি মো. শহীদুজ্জামান আমন্ত্রিত অতিথিদের অভিবাদন জানিয়ে বলেন, ‘আজ আমরা মাননীয় হাইকমিশনারকে গতানুগতিক বিদায় অনুষ্ঠান থেকে একটু ব্যতিক্রমভাবেই বিদায়ী সম্মাননা জানাব। কারণ, গত চার বছরে তাঁর কর্মকালীন আমরা তাঁকে পেয়েছিলাম শুধু একজন হাইকমিশনার হিসেবেই নয়, একজন বন্ধুবৎসল অভিভাবক হিসেবে।

এরপর উপস্থিত বিডিচ্যামের কর্মকর্তা বাংলাদেশি কমিউনিটির নেতারা বিদায়ী হাইকমিশনারের গত চার বছরের কর্মকালীন উল্লেখযোগ্য ঘটনাবলি তুলে ধরে স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সময় সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির (এসবিএস) সাবেক সভাপতি বিডিচ্যামের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রফিকুল কাদের, সিঙ্গাপুরের বাংলা কাগজ বাংলার কণ্ঠ সম্পাদক কে এম মোহসীন, বিডিচ্যামের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক পরিচালনা পরিষদ সদস্য আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পরিচালনা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম জনি, পরিচালনা পরিষদ সদস্য মো. হাবিবুল্লাহ পাটোয়ারী, আসাদ মামুন, . আবদুর রহিম প্রফেসর, আহমেদ আলী খান, সামসুর রহমান ফিলিপ বিডিচ্যামের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল হাসান প্রমুখ বক্তব্য রাখেন

বিডিচ্যামের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মনি তাঁর লিখিত বক্তব্যে গত চার বছরে বিডিচ্যামের বিভিন্ন অনুষ্ঠানে বিদায়ী হাইকমিশনারের সম্পৃক্ততা তাঁর আন্তরিক সহযোগিতার কথা তুলে ধরেন। মির্জা গোলাম সবুর বিডিচ্যামের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে বিদায়ী হাইকমিশনার মাহবুবউজজামানকে তাঁর অবদানের জন্য আন্তরিক সম্ভাষণ জানিয়ে সংগঠনের এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের সহধর্মিণীদের পক্ষ থেকেও বিদায়ী হাইকমিশনার মাহবুবউজজামানের স্ত্রী শাহরিন মোরশেদের হাতে অনুরূপ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়

এর পর বিদায়ী হাইকমিশনার মাহবুবউজজামান তাঁর চার বছরের স্মৃতিচারণ করে শুভেচ্ছা বক্তব্যে সকল প্রবাসী বাংলাদেশির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

অনুষ্ঠানের শেষ পর্বে আমন্ত্রিত অতিথিরা ভোজসভায় মিলিত হন। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সদস্য তাঁদের পরিবারবর্গ ছাড়াও সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা, তাঁদের পরিবার, রিভ সিস্টেমসএর প্রতিষ্ঠাতা গ্রুপ সিইও এম রেজাউল হাসান, প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণকারী আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এক্সচেঞ্জ হাউস, প্রাইম এক্সচেঞ্জ প্রাইভেট লিমিটেডসহ ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফারের স্থানীয় শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

এর আগে গত ২৪ সেপ্টেম্বর বিদায়ী হাইকমিশনার মাহবুবউজজামানকে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির (এসবিএস) পক্ষ থেকেও অনুরূপ বিদায় সংবর্ধনা সম্মাননা স্মারক দেওয়া হয়

বিদায়ী হাইকমিশনার মাহবুবউজজামান একজন পেশাদার কূটনীতিক। তিনি ১৯৮৫ সালের বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের সদস্য ছিলেন। সিঙ্গাপুরে যোগদানের আগে তিনি শ্রীলঙ্কায় বাংলাদেশ সরকারের হাইকমিশনার, নয়াদিল্লি, অটোয়া, টোকিও, জেনেভা নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনের বিভিন্ন দায়িত্বশীল পদে নিয়োজিত ছিলেন

২০১১১২ সালের কলম্বো প্ল্যান কাউন্সিলের নির্বাচিত প্রেসিডেন্ট মাহবুবউজজামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে এমএসএস সম্পন্ন করে ব্রাসেলস ইনস্টিটিউট থেকে ফ্রেঞ্চ ভাষা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিপ্লোমা অর্জন করেন

সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসে নতুন নিয়োগপ্রাপ্ত হাইকমিশনার মুস্তাফিজুর রহমান বিদায়ী হাইকমিশনার মাহবুবউজজামানের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেওয়ার পর মাহবুবউজজামান ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেবেন

http://www.anandalokfoundation.com/