ফরিদপুরের সালথায় এক মাদরাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছেন প্রশাসন।
আজ শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের একটি গ্রামে অভিযান চালিয়ে এ বিয়ে বন্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সালাহউদ্দীন আইয়ুবী। পাশাপাশি বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে বর ও কনের পিতাকে এক লাখ টাকা অর্থদ- প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার বিল মাহমুদপুর এলাকার এক তরুণের সাথে ১৭ বছর বয়সি ওই মাদরাসা ছাত্রীর বিয়ে ঠিক হয়েছিল। বর-কনের উভয় পক্ষের সম্মতিতে শুক্রবার দুপুরে বিবাহ সম্পন্ন করার দিন ধার্য করা হয়। সে অনুযারী কনের পক্ষ বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে বিকেলে উপজেলা প্রশাসন বিয়ে বাড়িতে হাজির হয়ে বিয়েটি বন্ধ করে দেয়।
উপজেলা সরকারী কমিশনার (ভুমি) মো. সালাহউদ্দীন আইয়ুবী বলেন, ওই ছাত্রীর বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে।
এ সময় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুয়ায়ী কনের পিতাকে ৫০ হাজার ও বরের পিতাকে ৫০ হাজার টাকা অর্থদ- করা হয়েছে। তিনি আরো বলেন, বাল্যবিবাহ দেশ ও জাতির জন্য অভিশাপ। সুতরাং বাল্যবিবাহ নিরোধকল্পে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।