14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সারা বিশ্বে সবথেকে বেশি ঋণের দেশ জাপান

ডেস্ক
August 8, 2024 6:53 am
Link Copied!

সারা বিশ্বে সবথেকে বেশি ঋণের দেশ জাপান। ‘সূর্যের দেশ’ জাপানের ঋণের পরিমাণ তাদের মোট জিডিপির (Gross Domestic Product) (আয়ের) ২১৬%। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপের দেশ গ্রিস। গ্রিসের ঋণের পরিমাণ তাদের জিডিপির ২০৩%। জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)।

নিজেদের মোট আয় ২১৬ শতাংশ ঋণ নিঃসন্দেহে জাপানের (Japan) পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য সে দেশের সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করছে। অন্যদিকে, বহু বছর ধরেই গ্রিসের অর্থনীতি টালমাটাল। সে দেশের ঋণের পরিমাণ সরকারের প্রধান মাথা ব্যাথার কারণ। এরপর আসা যাক তালিকায় তৃতীয় দেশের সম্পর্কে।

বিশ্বে সব থেকে বেশি ঋণগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেন। ব্রিটেনের ঋণের পরিমাণ সে দেশের জিডিপির ১৪২%। আঞ্চলিক ও রাজনৈতিক অস্থিরতার সাথে বহুদিন ধরে লড়াই করছে লেবানন। এই দেশ রয়েছে চতুর্থ স্থানে। লেবাননের ঋণের পরিমাণ মোট আয়ের ১২৮%। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং COVID-19 মহামারীর পরবর্তী সময়ে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে স্পেনে।

http://www.anandalokfoundation.com/