13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপি কোহেলী কুদ্দুস সহ ৩২ জনের নামে মামলা

Link Copied!

বুধবার (২ অক্টোবর) বিএনপি কর্মী সালাউদ্দিন কাফি বাদী হয়ে গুরুদাসপুর থানায় নাটোর- নওগা সংরক্ষিত আসনের সাবেক এমপি কোহেলী কুদ্দুস মুকৃতিসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের ৩২ জন নেতা কর্মীর নামে একটি মামলা করেন।

 গুরুদাসপুরে যুবদল নেতা কর্মীদের উপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে এ মামলা করা হয়েছে। এদিকে এই ঘটনায় বিয়াঘাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শাহাদৎ হোসেন রান্টুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। মামলার অন্য আসামীদের মধ্যে রয়েছেন নাটোর জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রয়াত এমপি আব্দুল কুদ্দুসের ছেলে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন।
পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, কল্লোল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুবাশিষ কবির,যুবলীগ নেতা জামান সরকার প্রমুখ। মামলার এজাহারে বলা হয়েছে ২০২২ সালের ৯ অক্টোবর গুরুদাসপুর উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম বিপ্লব ও বিএনপি কর্মী সালাহ উদ্দিন কাফির কাছ থেকে গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় শিক্ষা সংঘ এলাকায় সাবেক এমপি এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি ও আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের হুকুমে আসামীরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
পরবর্তীতে মিল্টন, রেজাউল করিম সবুজ, সুজন আহমেদ ও মবিদুল ইসলামের কাছে অভিযুক্ত সকল আসামীর উপস্থিতিতে ৫ লাখ টাকা প্রদান করেন সালাহ উদ্দিন কাফি। বাকী ৫ লাখ টাকা না দিতে পারায় ২০২২ সালের ১১ নভেম্বর সন্ধ্যায় উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম বিপ্লব, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টু, বিএনপি কর্মী আরিফুল ইসলাম ও সালাহ উদ্দিন কাফি চাঁচকৈড় বাজারের ক্যাফে রোজ রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন।
এসময় পূর্ব পরিকল্পনা মোতাবেক আসামিরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই বিপ্লব ও বাকী ৩ জন গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। পরে পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ার হোসেন জানান, এরই মধ্যে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
http://www.anandalokfoundation.com/